পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ সৰ্গ । * : ছুটাছুটি করিলা হরষে ; আসি শেবে মধুময় প্রেমে, ঘেরিলা নব দম্পতি ; তৃষিত লোচনে আশীষিলা সে যুগলে ; দেখিতে দেখিতে স্বপ্ন ( প্রাতঃস্বপ্ন ভবে অব্যর্থ স্বসিদ্ধ সদা, বিদিত জগতে ) আনন্দে মগন হইলেন নগাধিপ ;– শিহরিল দেহ, আনন্দাশ্র ঝরঝরি ঝরিল লোচনে । জাগি ত্রস্তে হস্ত ধরি ডাকিলেন পতিগতপ্রাণী মহিষীরে ; চকিতে স্থনিদ্রা ত্যজি জাগিলা মহিষী । স্বপনবারতা শুনি কহিলেন রাণী, “সুস্বপন ; গৌরী মোর বড় ভাগ্যবতী ; এহেন দিবস আসিবে কি, ত্বরা করি প্রজাপতি বরে ।” হেথায় নীরদ চলি গেলেন কৈলাসে, মুহূৰ্ত্তেকে, যোগে মগ্ন যথা যোগেশ্বর ছিল। এতকাল । জাগি প্রভু হেরিছেন অনন্তের পটে, কত বিশ্ব ফুটিতেছে, নিবিছে আবার, ঘোর অন্ধকার মাঝে । আপনার লীলtধ্যানে, নিচল লোচনে, মগন ভীষণ শুলী, বিশাল সংহারী। ঋষিকুল-অবতংস