পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

છ૨

ত্ৰিদি ববিজয় । আসি প্ৰণমিল দেব-দেবের চরণে । “সিদ্ধ হো’ক মনোরথ তব, সিদ্ধযোগী !” আশীষিলা আশুতোষ । উত্তরিল! হাসি ঋষি, “হে দেবাদিদেব, তব বাক্য কভু না হ’বে অন্যথা, বৃথা । জান লীলাময়, দেবের সাধিতে কাৰ্য্য, ধৰ্ম্মরক্ষা হেতু, বর ভিক্ষা মাগিলেন, সহস্ৰাক্ষ যবে, ক্ষেমঙ্করী ক্ষমা করি দেবে, চিন্তিলেন সীমন্তিনী, নামৃতভাষিণী, সেই কালে – "জনমিব হিমালয়-অtলয়ে মরতে, মেনকা দেবীর গর্ভে লীলাময় দেহে । মহেশের অংশে পুনঃ, কুমার কাৰ্ত্তিকে লভি, সাধিব এ দেবকাৰ্য্য । ত্রিশূলীর অংশ বিনা, তারক অস্তুরে, কে আঁটিৰে ত্ৰিভুবনে । জননী নমিলা আসি তল পাদমূলে, উমাকান্ত ; সে বৃত্তান্ত স্মর স্মর-হর । আশীঘিলা, প্রসন্ন অন্তরে প্রভু, দেবদুঃখে দুঃখী ভবানীরে । সেই ভাষা দেবের সহায় ‘তোমার প্রসূন, শক্তি, শিব-অংশে ধরাতলে জগাইবে সদা নিজীবে, অসহয়ে । সময় সেই সমাগত এলে । হুদুর প্রল{সলাসে