পাতা:ত্রিপুরার স্মৃতি.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

ত্রয়োদশীতে দীর্ঘিকাটী উৎসর্গ করিবার সময় তিনি তাম্রশাসন দ্বারা উনবিংশতি দ্রোণ শস্যপূর্ণ ভূমি কৌতুকাদি অষ্ট ব্রাহ্মনকে বিতরণ করিয়াছিলেন।

 তাম্রশাসনটী এই—

“চন্দ্রবংশোদ্ভবঃ স্বাপ মহামাণিক্যজঃ সুধী।
শ্রীশ্রীমদ্ধর্ম্ম মাণিক্য ভূপশ্চন্দ্র কুলোদ্ভবঃ॥
শাকে শূন্যাষ্ট বিশ্বাব্দে বর্ষে সোমদিনে তিথৌ।
ত্রয়োদশ্যাং সিতে পক্ষে মেষে সূর্য্যস্য সংক্রমে॥
কৌতুকাদি দ্বিজাগ্র্যেষু পূজিত্যেষু চ চাষ্টসু।
ভূমিং দদৌ শস্য পূর্ণাং দ্রোণ বিংশ নবাধিকাং॥
জলাশয়ং দ্বিজায়েমং ধর্ম্মসাগরমাখ্যয়া।
সভূমি ফল বৃক্ষাদি ভূষিতং দত্তবানহং॥
মমবংশ পরিক্ষীণে যঃ কশ্চিদ্ভূপতির্ভবেৎ।
তস্য দাসস্য দাসোহং ব্রহ্ম বৃত্তিং ন লোপয়ৎ॥”

 বর্ণিত দীর্ঘিকার উত্তরতীরে অধুনা যে দুইটী মনোজ্ঞ ভবন অবস্থিত, তাহা সুপ্রসিদ্ধ অশ্বপরিচালন নিপুণ ও মৃগয়া-কুশল ত্রিপুরাধিপতি কাশীচন্দ্র মাণিক্য কর্ত্তৃক নির্ম্মিত হইয়াছিল।



ত্রিপুরার স্মৃতি
২৯