পাতা:ত্রিপুরার স্মৃতি.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উনকোটী স্বপ্রাচীন কীৰ্ত্তিময় যে সমুদয় স্থান ত্রিপুররাজ্যে অবস্থিত, তন্মধ্যে “উনকোটী” নামক স্বপ্রসিদ্ধ তীর্থভূমি সৰ্ব্ব-শীর্ষস্থানীয় বলিয়। পরিগণিত। ইহার তুল্য পুরাকালের কীৰ্ত্তিমালা-পূর্ণ আর কোন স্থান বঙ্গভূমিতে আছে কি ন সন্দেহ । কিন্তু দুঃখের বিষয় এই—প্রবাদ ব্যতীত এবংবিধ স্থানের কোনকপ প্রকৃত ইতিবৃত্ত প্রাপ্ত হওয়া যায় না, এবং ইহার যথাযথ বিবরণ কখনও উদঘাটিত হইবে কিনা বলা দুরূহ। উল্লিখিত “উনকোটা" নামে গ্যাত পাৰ্ব্বত্য তীর্থ টা ত্রিপুররাজ্যের উত্তর প্রাস্তবৰ্ত্তী "কৈলাশহর” উপবিভাগের অন্তভূ ত । ইহার সম্বন্ধে স্থানীয জনসাধারণের মধ্যে যে দুইটা অলৌকিক প্রবাদ প্রচলিত আছে । তাঙ্গ নিম্নে বিবৃত হইল । প্রথমটা এই – "একদা বারাণসী পরিদর্শনের উদ্দেশ্রে কৈলাস-নাথ শস্তু দেবগণ-সহ হিমাচল হইতে অবতরণ পূর্বক উদ্দিষ্ট স্থানে গমনসময়ে দিবা অবসানকালে ডনকোটতে আসিয়া উপস্থিত হন । তৎকালে সকলেই পথশ্রমে কাতর হওয়ায় এই স্থানে রজনীষাপন পূর্বক সূৰ্য্যোদয়ের প্রাক্কালেই যথা স্থানে পেচিবেন—এইরূপ মনস্থ করিয়া তাহারা সকলে শয়ন করেন । কিন্তু নিশ অবসান-পূৰ্ব্বে উমাপতি শঙ্কব ব্যতিরেকে আর কাহারও নিদ্রাভঙ্গ হইল না । তখন দেবাদিদেব ভূতনাথ তদীয় সহযাত্রী দেবগণকে নিদ্রিতাবস্থায় পরিত্যাগ পূৰ্ব্বক বারাণসীতে গমন করেন । ইহার কিয়ংকাল পরে বিভােবরী শেষ হইয়। বায়স-রব হইলে দেবগণ পাষাণে পরিণত হন । এক মহাদেবের অভাবে কোটী দেবতা-পূর্ণ না হওয়া বশতঃ এই স্থান "উনকোটা" আখ্যা প্রাপ্ত হইয়াছে ; নতুবা ইহা বারাণসীতে পরিণত হইত।” দ্বিতীয়ট এই – "কোন এক কালে জনৈক মহাত্ম। এই স্থানে কোটা দেবমূৰ্ত্তি-স্থাপন পূৰ্ব্বক ইহাকে দ্বিতীয় বারাণসী ক্ষেত্রে পরিণত করিতে সঙ্কল্প করেন । তদুদেশে তাহার

  • 幽 ত্রিপুরার স্থতি