পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রিসন্ধি। নাসাতে দোলয়ে মোতি হীরায় জড়িত তথি । বদন-কমলে ভাল সাজে । তুলনা যে দিতে নারি তাহে অতি মনোহারী তারা যেন সুধাকর মাঝে ॥ গৌরীর বদন-শোভা লিখিতে না পারি কিবা দিনে চন্দ্র নাহি দেয় দেখা । স্নান চাদ সেই শোকে না বিচারি সর্ববলোকে মিথ্যা বলে কলঙ্কের রেখা ॥ গৌরীর দশন রুচি দেখিয়া দাড়িম্ব বীচি মলিন হইল লজ্জাভরে । অনুমান করি মনে ওই শোকের কারণে পঙ্ককালে দাড়িম্ব বিদরে ॥ শ্রবণ উপর দেশে হেম মুকুলিক ভাসে কিঞ্চিৎ কুঞ্চিত কেশ-পাশে। আষাঢ়িয়া মেঘ-মাঝে যেন সৌদামিনী সাজে পরিহরি চপলতা দোষে ॥ মুকুন্দরাম চক্রবর্তী