পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রিসন্ধি । > St শুনি কহে যুবা হাসিয়া, “বন্ধু, হাতেম আমারি নাম । তোমার সেবার লাগিয়া আমার মুণ্ডও সঁপিলাম । তরবারিঘাতে করহ ছিন্ন ! এখনো রজনী আছে, সব পুরজন এখনো মগন গভীর নিদ্রা মাঝে !” কি করিল তবে কিঙ্কর । হায়, ফুলভারে অবনত ঝডের আঘাতে ভূমিতে লুটায় যেমন মাধবীলতা-— তেমনি করিয়া নয়নের জলে চুমিল চরণ তার । কহিলা, “বন্ধু, আমারি মুণ্ড দিব তোমা উপহার ” ফিরে গেল রাজভৃত্য একাকী কহিলা ইমন-ভূপ, “কিঙ্কর । আজ দেখাও আমারে একি রীতি অপরূপ ? কাল রজনীতে হাতেম-মুণ্ড আনিতে পাঠামু, আজ ফিরিলে শূন্যহাতে ?” কিঙ্কর কহে তারে “মহারাজ ! পারি নাই আমি হাতেমের সাথে, করেছে সে মোরে জয় ” রাজা কহে “সেকি ? তীক্ষ তৃণীর শাণিত কৃপাণচয় দিলাম তোমারে, বীর তুমি, শেষে তোমারি হইল হার ? তবু শুনি কথা, হইবে দণ্ড পরে যাহা হইবার?” কহে কিঙ্কর সকল কাহিনী । রাজার নয়নে জল ঘনবারিভার মেঘের মতন করি উঠে ছলছল । কহিল ভৃত্য, “হারিয়াছি প্রভু, হের এ পৃষ্ঠ মোর আদরের ভারে হয়েছে বক্র, ঝরি পড়ে জাখিলোর—