পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"Wり * sa ত্রিসন্ধি । ফরাসিগণ কোচিন চায়নার অধিকারী। এতদ্ব্যতীত চীন, জাপান, পারস্য প্রভৃতি স্বাধীন দেশেও বাণিজ্য ব্যবসায় উপলক্ষে বহু ইউরোপীয় ব্যক্তি বাস করিতেছেন। তৎপরে আফ্রিকা মহাদেশ ধরা যাউক । আফ্রিকা মহাদেশ ইংরাজ, ফরাসী, জৰ্ম্মাণ প্রভৃতি ইউরোপীয় জাতিগণ একপ্রকার ভাগ করিয়া লইয়াছেন বলিলেও অত্যুক্তি হয় না। দক্ষিণ আফ্রিকার জলবায়ু অতি সুন্দর, তজ্জন্য তথায় ইংরাজ উপনিবেশ হইয়াছে। মাতৃভূমি পরিত্যাগ করিয়া কত শ্বেতকায় ইংরাজ সপরিজনে তথায় কৃষিকৰ্ম্মে ও খনির কৰ্ম্মে জীবিক নির্ববাহ পূর্বক আনন্দে বাস করিতেছেন। আফ্রিকার পূর্বে এবং পশ্চিমেও ইংরাজাধীন রাজ্য আছে । অ্যালজিরিয়া প্রভৃতি আফ্রিকার উত্তরভাগস্থিত প্রদেশ ফরাসিগণ শাসন করিয়া থাকেন । আফ্রিকায় কঙ্গে প্রদেশে সর্ববাপেক্ষ উত্তাপাধিক্য । তথাপি হস্তীদন্ত, রবার প্রভূতি পণ্য দ্রব্য কঙ্গেীতে যথেষ্ট পরিমাণে উৎপন্ন হয় বলিয়া বেলজিয়াম তাহা অধিকার করিয়াছে। প্রতি তিন বৎসরে দশজন ইউরোপীয়ের মধ্যে নয় জন, হয় মৃত নয় চিরব্রুগ্ন হইয় পড়ে, সে দেশের স্বাস্থ্য এতই দূষিত । তথাপি ইউরোপীয়গণ সে স্থান পরিত্যাগ করিয়া যায় নাই, উত্তরোত্তর তাহাদের দলবৃদ্ধি হইতেছে । অষ্ট্রেলিয়া আর একটা মহাদেশ। পূর্বে ইহা অসভ্য কৃষ্ণকায় জাতিদিগের বাসস্থান ছিল, এক্ষণে ইংরাজগণ তথায়