পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোগা যে কেবল আপনার সংবাদপত্রটি লিখিয়া নিশ্চিন্ত থাকেন, তাহা নহে। সকল সংবাদপত্র অফিসেই তাঁর অদৃশ্যভাবে গতায়াত আছে। অন্যান্য কাগজের লেখকেরা যখন প্ৰবন্ধ লিখিতে বসেন, তখন ইচ্ছা হইলে কখনও কখনও গোগা তাঁহাদিগের ঘাড়ে চাপেন। ভূতগ্ৰস্ত হইয়া লেখকেরা কত কি যে লিখিয়া ফেলেন, তাহার কথা আর কি বলিব! তাই বলি, লেখক দল সাবধান! छूछ sNAls viði (SS BS! ro www.amarboi.com ro SR