পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/২০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুরূপা বালিকা। নিজের শরীরপানে চাহিয়া দেখিলেন। দেখিলেন,-বসন আর্দ্র, হাত-পাগুলি ছোট ছোট,-দশ-এগার বৎসরের বালকের যেরূপ হয়, সেইরূপ। পিতা ভারতসিংহকে দেখিলেন, সজল-নয়না মাতাকে দেখিলেন। সমবয়স্ক মহাবীর, প্ৰতাপ প্রভৃতিকে দেখিলেন। এই সকল দেখিয়া শুনিয়া ক্রমে তাহার মনে বিশ্বাস হইল যে, তিনি দেবীসিংহ নন, তিনি ধৰ্ম্মদত্ত। তিনি বিংশতি বৎসরের যুবক নন, তিনি একাদশবষীয় বালক। স্বপ্নে আপনাকে দেবীসিংহ মনে করিয়াছিলেন, স্বপ্লে তিনি বীর হনুমানকে দেখিয়াছিলেন। দ্বিতীয় অধ্যায় অমাবস্যা বাবাজী কিঞ্চিৎ সুস্থ হইলে ধৰ্ম্মদত্তকে লইয়া সকলে বাড়ী যাইলেন। তাহার পিতা ভারতসিংহ বলিলেন,-“ধৰ্ম্মদত্ত! সৌভাগ্যক্রমে আজ তোমার প্রাণরক্ষা হইয়াছে। বাবাজীকে গিয়া প্ৰণিপাত কর।” বাবাজী সন্ন্যাসী। নাম অমাবস্যা বাবাজী। বাবাজী , লোহিত্যলোচন, ঘোর কৃষ্ণকায়। ঘোর কৃষ্ণকায় বলিয়াই বােধ হয়, তাঁহার নাম বাবাজী হইয়া থাকিবে। ইনি অতি সাধুপুরুষ। কেবল দুগ্ধ খাইয়া প্ৰাণধারণ ভারতসিংহ ইহাকে অতি ভক্তি করেন। চিমটা হাতে দেশে দেশে তীর্থ পৰ্যটন কৱিৰ্ভু%দৈন না। নিজ ঘরে রাখিয়া ভারতসিংহ ইহাকে যথাবিধি পূজা করেন। সতত ইহার অ হইয়া থাকেন। ভারতসিংহের ঘরে অমাবস্যা বাবাজী, সৰ্ব্বেসৰ্ব্বা, যা করেন। তাই ষ্ট্র ধৰ্ম্মদত্ত গিয়া বাবাজীকে প্ৰণাম করিলেন, পদধূলি মস্তকে গ্ৰহণ করিলেন। কোনও কথা না। বলিয়া বাবাজী ধৰ্ম্মদত্তকে চিমটা দ্বারা সবলে প্ৰহার করিলেন। আর বলিলেন, —ধৰ্ম্মদত্ত! দিন দিন তুই অতি মূর্থি ও অতি নিৰ্ব্বোিধ হইতেছিস! শাস্ত্ৰে আছে,-“চাচা, আপনা বাঁচা।” তাই প্রতিবাসীর গৃহে ডাকাত পড়িলে সেকালের লোকে আপনার আপনার ঘরে দােহারা-তেহারা খিল ও হুড়কো দিয়া বসিয়া থাকিত, কেহ বাহির হইত না। আজকালের ছেলেরা সব হইল। কি? পরের জন্য প্ৰাণসমৰ্পণ! পাঁচ বৎসরের একটা মেয়ে বাচাইতে জলে বাপ । এ সকলই কলির মাহাত্ম্য!” চিমটার প্রহারে ধৰ্ম্মদত্ত চীৎকার করিয়া কাদিয়া উঠিলেন। সজল নয়নে পিতার মুখপানে চাহিলেন। ভারতসিংহ কিছুই বলিলেন না। মাতা আসিয়া ধৰ্ম্মদত্তকে বাটীর ভিতর লইয়া যাইলেন। মাতা বলিলেন,-"বাছা, ধৰ্ম্ম! চুপ কর, আর কাদিও না। কালা-মুখ সন্ন্যাসী এখান হইতে যায়ও না, মরেও না। কি গুণে যে কৰ্ত্তকে এত বশীভূত করিয়াছে, তাহা বুঝিতে পারি না। উহার কু-পরামর্শে কৰ্ত্তাটি দিন দিন যেন জন্তু হইতেছেন। কাল-মুখ আমার সোনার সংসার ছারখার করিল।” কিছুদিন পরে, বীরবালার পিতা, জবরদস্ত সিংহ আসিয়া ভারতসিংহের নিকট প্রস্তাব করিলেন, —“মহাশয়! ধৰ্ম্মদত্ত আমার কন্যার প্রাণরক্ষা করিয়াছে। যদি অনুমতি হয় ত’ छछ ७ नक्स Sసిసి sNAls viði (SS BS! ro www.amarboi.com ro