পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/২৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कलेिशी उाभिज्ञा । তবে কেমন? বৈশাখ মাসের প্রথমে আপনি উজিরগড়ে যাইবেন তো?” আমি বলিলাম,- “যাইতে খুব চেষ্টা করিব।” তৃতীয় পরিচ্ছেদ রসময়ের অনুতাপ এইরূপ কথাবাৰ্ত্তার পর রসময়বাবু প্ৰস্থান করিলেন। চৈত্র মাসের প্রথমে লাহােরে রসময়বাবুর সহিত আমার সাক্ষাৎ হইল। দুই-চারি দিন পরে আমি কাশীর গমন করিলাম। কাশীরে পৰ্ব্বত, হ্রদ, বন, উপবনের সৌন্দৰ্য্য দেখিয়া বড়ই বিস্মিত হইলাম। বৈশাখ মাসের প্রথমে কাশীর হইতে প্ৰত্যাগমন করিলাম, ৫ই বৈশাখ উজিরগড়ে গিয়া উপস্থিত হইলাম। অতি সমাদরে রসময়বাবু আমাকে তাহার বাসায় স্থান দিলেন। ১৫ই বৈশাখ রসময়বাবুর কন্যার বিবাহ হইবে। আমি যখন উজিরগড়ে গিয়া উপস্থিত হইলাম, তখন বিবাহের আয়োজন হইতেছিল। সেইদিন সন্ধ্যাবেলা রসময়বাবু আমাকে বলিলেন, ওআপনি এ স্থানে আসায় আমার আর একটি উপকার হইয়াছে। দুই-চারি দিন বিশ্রাম আপনার পথশ্ৰান্তি দূর হইলে, আমার কন্যাকে একবার দেখিতে হইবে। কন্যার ভাবুগুতিক আমি কিছুই বুঝিতে পারি না। তাহার শরীরে কােনরূপ পীড়া আছে বলিয়া বােধহঁয়াঁ মুখ মলিন, শরীর রুগ্ন ও কৃশ । তাহার পর কোনরূপ বায়ুর ছিট আছে কি না, তাকুণ্ঠ জানি না। মুখে তাহার কথা নাই, সৰ্ব্বদাই ঘাড় হেঁট नारे।" আমি জিজ্ঞাসা করিলাম,- “আপনার কন্যা এতদিন কোথায় ছিল?” রসময়বাবু উত্তর করিলেন— “আপনারা সকলেই জানেন যে, আমি নিতান্ত সাধু ছিলাম না। এই কন্যার প্রতি আমি অতি নিষ্ঠুর ব্যবহার করিয়াছি, সেজন্য এখন আমার বড়ই অনুতাপ হয়। নিজের দোষ স্বীকার করাই ভাল, এককুড়ি মিথ্যা কথা বলিয়া তাহা আর গোপন করা উচিত নয়।” আমি জিজ্ঞাসা করিলাম,- “কন্যার প্রতি আপনি কি নিষ্ঠুর ব্যবহার করিয়াছিলেন?” রসময়বাবু উত্তর করিলেন, — “এই কন্যা যখন ছয় দিনের, তখন আমার স্ত্রী সূতিকাগারে পরলোকপ্ৰাপ্ত হয়। শোকে আমি অধীর হইয়া পড়িলাম। আমার এক আত্মীয় ও তাঁহার স্ত্রী নিঃসন্তান ছিলেন। নব-প্ৰসূতা শিশুকে তাঁহাদের হস্তে সমৰ্পণ করিয়া আমি দেশ হইতে বাহির হইয়া পড়িলাম। নানা স্থান ভ্ৰমণ করিয়া অবশেষে ব্ৰহ্মদেশে গিয়া উপস্থিত হইলাম। কন্যার প্রতিপালনের নিমিত্ত প্ৰথম প্রথম তাহাদিগের নিকট কিছু কিছু খরচ পাঠাইতাম। তাহার পর বন্ধ করিয়া দিলাম।” আমি জিজ্ঞাসা করিলাম,- “আপনার সে আত্মীয় কি সঙ্গতিপন্ন লোক?” রসময়বাবু উত্তর করিলেন, — “কিছুমাত্র নয়। সামান্য একটু চাকরী করিয়া তিনি দিনযাপন Rbr află cios (gs se - www.amarboicom**