পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/২৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছেদ সূতা বাঁধা কেন ড্যাকরা দিগম্বরবাবু বলিলেন, —“বে। কার বে? আমি বে করতে আসি নাই, মাইরি বলিতেছি, আমি বে। করিতে আসি নাই। হয় না হয়, তুমি বরং এই রসময়বাবুকে জিজ্ঞাসা করিয়া দেখ। না, प्रप्र?** গলা-ভাঙ্গা উত্তর করিলেন,- “তোর বে নয়।” তবে তোর হাতে সূতা বাঁধা কেন রে, ড্যাকারা? দিগম্বরবাবু উত্তর করিলেন,- “হাতে সূতা বাধা? কার? আমার? স্ত্রী বলিলেন,- “একবার ন্যাকামি দেখ! হাতে সূতা বাঁধা কেন তা বল?” বিন্দীও সেই কথায় যোগ দিয়া বলিল,— “তা বাছা! তোমায় বলিতে হইবে। হাতে সূতা বাধা কেন, তা তোমায় বলিতে হইবে।” নিজের হাতে সূতা দেখিয়া, দিগম্বরবাবু অতিশয় বিশ্মিত হইলেন। কিরূপে কোথা হইতে তাহার হাতে সূতা আসিয়া গেল, ভাবিয়া চিন্তিয়া তিনি তাহা মনে করিতে পারিলেন না। কিন্তু ইহার কারণ না বলিলেও নয়। সেজন্য একটু ইতস্ততঃ করিয়া তিনি উত্তর করিলেন, — “হাতে সূতা বঁধা! তাই তো! ওটা আমার ঠাওর হয় নি।” গলা-ভাঙ্গা উত্তর করিলেন,- “ওটা তোমার ঠাওরু হয় নি!! পিণ্ডিতে চল। তোমার বাসায় গিয়া যাহাতে ঠাওর হয়, তাই করিব। বঁটার SN র ঠাওর করিয়া দিব। তবে আমার বলিলেন,- “কোন আটকুড়ীর বেটা ও কথা বলে রে? তোর মা হউক গলা-ভাঙ্গা দিগম্বরী!! মন্ত্ৰ! যত বড় মুখ, তত বড় কথা! হাড়হাবাতে বাহাতুরে ফোকলা! তোর জন্যে আমাকে এইরূপ অপমান হইতে হইল।” দেশে ও অন্যান্য স্থানে দিগম্বরবাবুর স্ত্রীকে অনেকেই জানিত। কেবল জানিত তাহা নহে, স্ত্রী-পুরুষ সকলেই তাঁহাকে ভয় করিত। বরযাত্রীদিগের মধ্যে কেহ বোধ হয়, ইহার সুখ্যাতি শুনিয়া থাকিবে। পরিচিত লোকেরা আড়ালে ইহাকে “গলাভাঙ্গা দিগম্বরী” বলিত। কিন্তু তাঁহার সম্মুখে সে নাম উচ্চারণ করে, কাহার সাধ্য! দিগম্বরী ইহার প্রকৃত নাম নহে, ইহার প্রকৃত নাম জগদম্বা। দিগম্বরবাবুর স্ত্রী, সেইজন্য দুষ্টলোকে ইহার নাম দিগম্বরী রাখিয়াছিল। তাহার পর কৰ্ত্তাটির যখন নিজস্ব একটি বিশেষণ আছে, তখন ইহারও একটি বিশেষণ আবশ্যক ইহার কণ্ঠস্বর ভাঙ্গা ভাঙ্গা মেঘগৰ্জ্জনের ন্যায়; সেজন্য দিগম্বরী নামের পূৰ্ব্বে গলা-ভাঙ্গা বিশেষণটিও দুষ্টলোকে যোগ করিয়াছিল। আমি পূৰ্ব্বেই বলিয়াছি যে, ইহার যে “গলা-ভাঙ্গা” নাম হইবে, সে কিছু বিচিত্ৰ কথা নহে। নামকরণের ভার আমার উপর হইলে, আমিও ঐ নামটি তাঁহাকে বাছিয়া দিতাম । আড়াল হইতে কে তাঁহাকে “গলা-ভাঙ্গা দিগম্বরী” বলিল, সেজন্য প্রথম তাঁহার অতিশয় ক্ৰোধ হইল। তাহার পর, তাহার অপমান বোধ হইল। তাহার পর তাহার দুঃখ হইল। তাহার Seዓbr দুনিয়ার পাঠক এক হও! ~ www.amarboi.comশ্মির্ত্য","র্থ "****