পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।


 খেতু বলিলেন,— “মা! কঙ্কাবতী রাত্রি-দিন মেনীকে লইয়া থাকে। তাতে কি আর লেখাপড়া হয়?”

 মেনী কঙ্কাবতীর বিড়াল। অতি আদরের ধন মেনী।

 কঙ্কাবতী বলিলেন,— “জেঠাইমা! আমি মেনীকে ক-খ শিখাই; তা আমিও যেমনি বোকা, মেনীও তেমনি বোকা; কেমন মেনী, না? মেনীও পড়িতে পারে না, আমিও পড়িতে পারি না। আমিও ছেলেমানুষ, মেনীও ছেলেমানুষ। আমিও বড় হইলে পড়িতে শিখিব, মেনীও বড় হইলে পড়িতে শিখিবে। না মেনী?”

 খেতু হাসিয়া উঠিলেন। খেতু বলিলেন,— “কঙ্কাবতী! তুমি পাগল নাকি?”

 যাহা হউক, ক্রমে কঙ্কাবতীর প্রথমভাগ বর্ণ-পরিচয় সায় হইল।

 খেতু বলিলেন,— “আমি শীঘ্র কলিকাতায় যাইব। তাড়াতাড়ি করিয়া প্রথমভাগখানি শেষ করিলাম, কিন্তু ভাল করিয়া হইল না। এই কয় মাসে পুস্তকখানি একেবারে মুখস্থ করিয়া রাখিবে। এবার আমি দ্বিতীয়ভাগ লইয়া আসিব।”

 পুনরায় যখন খেতু বাটী আসিলেন, তখন কঙ্কাবতীর দ্বিতীয় ভাগ শেষ হইল। কঙ্কাবতীকে আর পড়াইতে হইল না। কঙ্কাবতী এখন আপনা-আপনি সব পড়িতে শিখিলেন। খেতু কঙ্কাবতীকে একখানি পাটীগণিত দিয়াছিলেন। তাহা দেখিয়া কঙ্কাবতী অঙ্ক শিখিলেন। মাঝে

কঙ্কাবতী
২৩