পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৫৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

var vegg কিন্তু একথা বলিবার পূৰ্ব্বে ও দ্বার বন্ধ করিবার পূৰ্ব্বে, ভানুমতী লোকের পাশ দিয়া আন্তে আস্তে ঘর হইতে বাহির হইয়া পড়িয়াছিলেন। কুঁজে রাজার লোকজন প্ৰথম ঘর আতিপাতি করিয়া হাতড়াইতে লাগিল। ভানুমতীকে ঘরের ভিতর তাহারা পাইল না। তাহার পর সমস্ত বাড়ী তাহারা অনুসন্ধান করিল। কোন স্থানে তাহারা ভানুমতীকে পাইল না। কুঁজে রাজার বাটীর চারিদিকে ফুল ও ফলের বাগান ছিল। ঘর হইতে বাহির হইয়া ভানুমতী বাগানের ভিতর গিয়া একটি ঝোপের ভিতর লুক্কায়িত হইয়া রহিলেন। সেজন্য কেহই তাঁহাকে খুঁজিয়া পাইল না। কুঁজে রাজা ক্ৰোধে অন্ধ হইয়া চারিদিকে লোক পাঠাইল। ভানুমতীকে ধরিবার নিমিত্ত অশ্বারোহী পদাতিক প্রভৃতি চতুরঙ্গ সৈন্য চারিদিকে ধাবিত হইল। এদিকে রুস্তম রাজবাড়ী হইতে বাহির হইয়া দ্রুতবেগে সেই প্ৰান্তর অভিমুখে চলিতে লাগিল। রাত্রি শেষ হইয়াছে, এমন সময় তিনি সেইস্থানে আসিয়া উপস্থিত হইলেন। ভাগ্যক্রমে সাদি ও তারা তখনও মনুষ্যদেহে ছিল; তাহাদের নিকট গিয়া রুস্তম আদ্যোপােন্ত সকল কথা বলিলেন । সাদি বলিল,— “এ যে আমাদের কাকার কৰ্ম্ম, সে বিষয়ে কোন সন্দেহ নাই। যাহা হউক, শমশের তলোয়ারের গুণে তুমি তাহাকে পরাভব করিতে পারিবে। প্ৰাতঃকাল হইতে তুমি আমার পক্ষিীরাজ ঘোড়াকে পুনরায় স্মরণ করবে। করা উচিত নহে। তুমি তাহার পিঠে বসিয়া নিশাপুরে গমন করিবে। কি উপায়ে তুষ্টিভ উদ্ধার করিতে পরিবে, তাহা আমি বলিতে পারি না। সেস্থানে গিয়া , সেইরূপ করিবে।” তারা সেই কথায় সায় দিয়া বলিল,- “ আমাদের কাকাকে বধ করিও না । তিনি আমাদের পিতাকে বধ করিয়াছেন। 2ইজার হউক। তিনি আমাদের কাকা। ভানুমতীকে উদ্ধার করিয়া তুমি আমাদের দাইমুষ্টিয়ার নিকট গমন করিবে! আমাদেরও উদ্ধারের সময় আসিয়াছে। কি উপায়ে আমরা কাকার জাদুবল হইতে নিকৃতি পাইব, দাই-মা তাহা তোমাকে বলিয়া দিবেন। অবিলম্বে প্ৰাতঃকাল হইল। রুস্তম পক্ষিীরাজ ঘোড়াকে স্মরণ করিলেন,- স্বর্ণখুর পক্ষিীরাজ অশ্ব মনোহর। উডডাম ঈশ্বর আজ্ঞায় আইস সত্ত্বর৷ এই মন্ত্র বলিবামাত্র তৎক্ষণাৎ আকাশপথে উড়ন্তীয়মান হইয়া পক্ষিীরাজ ঘোড়া সেইস্থানে আসিয়া উপস্থিত হইল। তাহার পৃষ্ঠে বসিয়া রুস্তম ক্ষণকালের মধ্যে নিশাপুরে উপস্থিত হইলেন। সেই ঝোপের ভিতর বসিয়া ভানুমতী সমস্ত রাত্রি কাটাইলেন। প্ৰাতঃকাল হইল। মাথার চুল তাহার আলুথালু হইয়া গিয়াছিল। চুলগুলি কিছু পরিষ্কার করিবার নিমিত্ত মস্তক হইতে তিনি একবার সেই টুপিটি খুলিলেন। সেই সময় দোতলার উপর জানালার নিকট কুজো রাজা দাঁড়াইয়া ছিল। কুঁজে রাজা ভানুমতীকে দেখিতে পাইল। কিন্তু পরীক্ষণেই ভানুমতী আবার টুপিট মাথায় পরিলেন, আর সেই মুহূৰ্ত্তে তিনি অদৃশ্য হইয়া পড়িলেন। কুঁজো রাজা উপর হইতে নামিয়া ধীরে ধীরে সেই ঝোপ অভিমুখে গমন করিল। ঝোপের নিকট উপস্থিত হইয়া যেস্থানে ভানুমতী বসিয়া ছিলেন, সেইস্থানে সে হাতড়াইতে লাগিল । r দুনিয়ার পাঠক এক হও! ~ www.amarboi.com%ি"********