পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৬১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গলা জড়াইয়াছিল। সেজন্য মাটিতে তিনি পড়িয়া গেলেন না। অজ্ঞান অবস্থায় হাত-পা অবশ হইয়া গিয়াছিল। কিন্তু তবুও তাঁহার চাকা মাটিতে পড়িয়া যায় নাই। পূৰ্ব্বের ন্যায় চাকা বনবনু করিয়া অগ্রসর হইতেছিল। হৃষীকেশের ক্রমে একটু সংজ্ঞা হইল। বিদ্যুতের আলোকে তিনি দেখিলেন যে, যে তাঁহার গলা ধরিয়াছিল, তাহার দুই হাতে শাখা রহিয়াছে। তাহাতে তিনি বুঝিলেন যে, সে স্ত্রীলোক। এ যে মানুষ নহে, তাহা তিনি পূৰ্ব্বেই ঠিক করিয়াছিলেন। তিনি ভাবিলেন যে, প্রেতিনী অথবা শঙ্খচূণীর হাতে আজ আমি পড়িয়ছি। আমাকে নিশ্চয় এ মারিয়া ফেলিবে। প্রথম তিনি আপনার গলা হইতে ভূতিনীর হাত দুইটি ছাড়াইতে চেষ্টা করিলেন। কিন্তু তাঁহার সে চেষ্টা বিফল হইল। ভূতিনী হাত দুইটির দ্বারা তাঁহার গলা এত দৃঢ়ৰূপে চাপিয়া ধরিল যে, তাঁহার শ্বাসরোধ হইবার উপক্রম হইল। আরব্য উপন্যাসের বৃদ্ধ পদ দ্বারা যেরূপ সিন্ধুবাদের গলা চাপিয়া ধরিয়াছিল, ভূতিনী তাহার দুই হাত দিয়া হৃষীকেশের গলা সেইরূপে চাপিয়া ধরিল। হস্তদ্বয় হইতে নিস্কৃতি না পাইয়া হৃষীকেশের চাকা হইতে লম্ফ প্রদানের চেষ্টা করিলেন। কিন্তু ভূতিনী তাঁহাকে বলপূৰ্ব্বক ধরিয়াছিল; সুতরাং সে চেষ্টাও বিফল হইল। আজ ভূতের হাতে নিশ্চয় প্রাণ হাৱাইলাম, এইরূপ ভাবিয়া হৃষীকেশ মুখে ধূলি মাড়িয়া দিল, তাহার হাত-পা কঁাপিতে লাগিল, তাঁহার হৃৎপিণ্ড ধড়ফড় করিতে লাগিল। পুনরায় মূৰ্ছা! হইবার উপক্রম হইল। কিন্তু যাহাতে জ্ঞানশূন্য না হইয়া পড়েন, সেজন্য মনকে দৃঢ় করিতে চেষ্টা করিলেন। অবশেষে সাহসে ভর করিয়া ভূতিনীকে বলিলেন,- “কে তুমি? আমি তোমার কাছে কি অপরাধ করিয়াছি যে, তুমি আমাকে কষ্ট দিতেছ? আমাকে ছাড়িয়া দাও।” মেঘের কোলে বিকিমিকি । & বঁধুকে আমি নিয়েছি কোলে৷ চাকা বন-বন করিয়া অগ্রসর হইতে লাগিল। ভূতিনী সেই চাকার উপর বসিয়া নাচিতে লাগিল। নাচিতে নাচিতে সুর করিয়া সে পুনরায় উচ্চেঃস্বরে বলিতে লাগিল,— টিপি টিপি বৃষ্টি পড়ে মেঘে ঝিকিমিকি । ডুলির ভিতর বসে ক'নে হাসে ফিকিফিকি৷ বিয়ের সম্বন্ধ মামা করে, খুড়ো নয়কো রাজি। হিন্দুর ঘরে বিয়ের মামলা বিচার করেন কাজি৷ লাল কাপড়ে ময়ুর আঁকা হাতে রাঙ্গা কড। বিয়ের সময় ছানিলা তলায় উঠলো বড় বড়৷ বিয়ের পরে বাসর-ঘরে কীনে বেটী যান। পাড়ার মেয়ে এসে করে শিবঠাকুরের গান৷ ডাকাত সাজে বুড়ো কাজি দেড়ে থানাদার। চকচকনি টাকা পেয়ে খুলে দিলাম দ্বারা। 2ሃIEjg ፵፭ff sNAls viði (SS BS! ro www.amarboi.com ro \ეo(*