পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৬৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আরও একটি আশ্চৰ্য্য ঘটনা ঘটিল। পরদিন প্ৰাতঃকালে সকল দেখিল যে, চপলা, রায়মহাশয়ের বাড়ীতে নাই। বাড়ীর সদর ও খিড়কি দরজা যেমন বন্ধ, তেমনি বন্ধ ছিল, কিন্তু চপলাকে কেহ। দেখিতে পাইল না। পূৰ্ব্বদিকে যে ঘরে সুবালা শয়ন করিত, চপলা, সেই ঘরে শয়ন করিত। যখন সুবালা এখানে ছিল, তখন দুইজনে একসঙ্গে শয়ন করিত। সুবালা এখন এখানে নাই। সেজন্য চপলা একেলা সেই ঘরে শয়ন করিত। চপলা কোথায় গেল? কি করিয়া সে বাড়ী হইতে বাহির হইল? সে সমস্যার মীমাংসা কেহই করিতে পারিল না । রায়মহাশয় শয্যাগত। তথাপি তিনি যথাসাধ্য চপলার অনুসন্ধান করাইলেন। চপলার মাকে তিনি সংবাদ দিলেন। মায়ের নিকট চপলা গমন করে নাই। প্ৰাতঃকালেও পাগলী মূৰ্ছিত হইতেছিল। তাহাকে লইয়া মা ব্যস্ত ছিল । চপলার কোন সংবাদ সে দিতে পারিল না। চপলা, বালিকা। কাহারও সহিত কোন স্থানে যে চলিয়া যাইবে, সেরূপ বয়স তাহার হয় নাই। তাহার পর সদর ও খিড়কি দরজা বন্ধ ছিল। যাইবেই বা কি করিয়া? ভিতর-বাটী বাহির-বাটী, উপর তালা, নীচে তালা, সমস্ত বাড়ী—সকলে তনুতন্ন করিয়া খুঁজিয়া দেখিল। সমস্ত বাগান, সমস্ত গ্রাম, বন, মাঠ, নদীর ধার সকলে খুঁজিয়া দেখিল। রায়মহাশয়ের বাগানে যতগুলি পুষ্করিণী ছিল, জাল টানিয়া তাঁহাতে দেখা হইল। কোন স্থানে চপলার চিহ্নমাত্র কেহ দেখিতে পাইল না। রায়মহাশয় পুলিশে খবর দিলেন। পুলিশ আসিয়াও কিছু করিতে পারিল না। চারিদিকে দশ ক্রোশ যতগুলি গ্রাম আছে, সকল স্থানে রায়মহাশয় অনুসন্ধান করাইলেন। চপলার কেহ। পাইল না। করিল যে, খাদা ভূত চপলাকে খাইয়ী ফেলিয়াছে, তাহার হাড়গুলি পৰ্যন্ত রাখে নাই। অথবা সে শাকচুন্নি দুইজন তাহাকে আপনাদের সঙ্গী করিয়া লইয়া গিয়াছে! কিন্তু খাদা ভূত যে তহাকে খাইয়াছে, এই কথায় সকলের অধিক প্রত্যয় হইল। નિસાન ફ્રેન গ্রামের লোক ভয়ে অস্থির হইয়া পড়িল। সকলে বলিল যে—“খাদা ভুত আজ চপলাকে খাইল, কাল আমাদেরও তো খাইতে পারে। এখন উপায় কি? রায়মহাশয়ের বাটীতে অনেক পূজা-পাঠ শান্তি- স্বস্ত্যয়ন হইয়াছিল। তাহাতে কোন ফল হয় নাই। দুইবার ভূত নামানো হইয়াছিল। রোজার সহিত একটা মামৃদো ভূত, একটা রাকিনী, একটা শাকিনী এবং একটা হাঁকিনী আসিয়াছিল। অন্ধকার ঘরে তাহারা কেবল দুপ দাপ্ত করিল, খোন সুরে অনেক কথা বলিল, V8 află cios (gs se - www.amarboicom**