পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৭১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সকোপ নয়নে পত্নীর দিকে দৃষ্টি করিয়া বড়ালমহাশয় বলিলেন,- “কে বলে যে উইল প্রকৃত নহে। দুইজন উকীলের সাক্ষাতে সে উইল হইয়াছিল। সুবালা দিদির সহিত তোমার বিবাহ হইবে, তাঁহাই জানি। এই সম্পত্তির তুমি একদিন অধিকারী হইবে, তাহাই জানি। সুবালা দিদির সহিত শক্রিতা করিয়া তুমি যে তাঁহাকে এই সম্পত্তি হইতে বঞ্চিত করিতে চেষ্টা করিবে, স্বপ্নেও তাহা ভাবি নাই।” বিনয় উত্তর করিলেন,- “সুবালার আমি অনিষ্ট করিব না। উইল প্রকৃত হউক, সুবালার কোন অনিষ্ট হইবে না। সে বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকুন। আমি সত্য করিয়া বলিতেছি যে, সুবালার কোন অনিষ্ট হইবে না। তবে প্রকৃত ঘটনা কি হইয়াছিল, সুবালা তাহা জানিতে ইচ্ছা! করেন। জাল উইল প্ৰস্তুত করা সামান্য অপরাধী নহে। আমার বোধ হয়, ধনুকধারী সকল কথা অবগত আছে। ধনুকধারীকে বিশ্বাস করিবেন না। তাহার কথাতেই সুবালার মনে সন্দেহ উপস্থিত হইয়াছে। সমস্ত বিষয় সাধারণের নিকট প্রকাশ হইলে বিপদ ঘটিতে পারে। কি ঘটিয়াছিল, এক প্রকার আমরা অবগত হইয়াছি। কিন্তু বিস্তারিত বিবরণের জন্য বড়ালদিদিকে আমরা উৎপীড়িত করিতে ইচ্ছা করি না। সেই জন্য আপনাকে জিজ্ঞাসা করিতেছি।” সুবালা বলিলেন, — “বড়ালমহাশয়! পিতাকে আমি জানি না। আমি যখন শিশু, তখন তাহার পরলোক হইয়াছিল। তাহার পর বড় ভগিনী ও মাতাও আমাকে ছাড়িয়া চলিয়া গেলেন । পিতা-মাতার ন্যায় স্নেহ-মমতা করিয়া আপনারাই আমাকে প্ৰতিপালন করিয়াছেন। তাহার পর এই উইলও আমার মঙ্গলের জন্যই আ করিয়াছেন। আমি যে আপনাদের অনিষ্ট করিব, সে চিন্তা মনেও স্থান দিবেন না।” @ বড়ালমহাশয় উত্তর করিলেন,- “তুমি ধ্ৰুর্দ করবে, সে ভয় আমার হয় নাই। পাছে তুমি আমাদের সমুদয় পরিশ্রম বিফল ভয় আমার হইতেছে। বাল্যকাল হইতে তােমাকে আমি জানি। সমগ্ৰ পৃথিবীর ধনরত্ন যদি এক দিকে হয়, আর সত্য যদি অপর দিকে হয়, তাহা হইলে রত্নকে তুচ্ছ করিয়া, সত্যকেই তুমি গ্ৰহণ করিবে । সুবালা দিদি! যাহা শুনিয়াছ, তাহা ; আর অধিক কথা জানিয়া আবশ্যক নাই।” সুবালা উত্তর করিলেন, — “যাহা শুনিয়াছি, তাহাই যথেষ্ট; তবে অকারণ কেন আপনি বিস্তারিত বিবরণ গোপন করিতেছেন, তাহা আমি বুঝিতে পারি না। এখন বলুন, কবে দিদিমণির পরলোক হইয়াছিল, উইলই বা কবে হইয়াছিল?” কিছুক্ষণ নীরবে বড়ালমহাশয় চিন্তা করিতে লাগিলেন। তাহার পর তিনি বলিলেন, — “যখন সকল কথা শুনিয়াছ, তখন আর গোপন করা বৃথা। ১৮ই শ্রাবণ অর্থাৎ পঞ্চাশ বৎসর বয়ক্ৰম পূর্ণ হইবার দুইদিন পূৰ্ব্বে তোমার দিদিমণির মৃত্যু হইয়াছিল। ২২শে শ্রাবণ উইল হইয়াছিল।” বিনয় বলিলেন, — “আদ্যোপােন্ত সমস্ত বিবরণ সুবালা জানিতে ইচ্ছা করেন।” বড়ালমহাশয় উত্তর করিলেন,- “এ সম্বন্ধে অধিক কথা কিছু নাই। শ্রাবণ মাসের প্রথমে চিকিৎসকগণ জবাব দিল। সকলে বলিল যে, সম্ভবতঃ সাত আট দিনের মধ্যে রোগিণীর মৃত্যু হইবে। রায়-গৃহিণী নিজেও বুঝিলেন যে, তাহার আয়ু শেষ হইয়াছে। আমি হতাশ হইয়া পড়িলাম। যদি কোন প্ৰতিকার করিতে পারি, সেজন্য আমি কলিকাতায় গমন করিলাম। সেস্থানে সেই নূতন চিকিৎসকের সন্ধান পাইলাম। সকলে বলিল যে, সন্ন্যাসিম্প্রদত্ত স্বপ্নলব্ধ নানারূপ ঔষধ তিনি অবগত আছেন। ডাক্তার-বৈদ্য কর্তৃক পরিত্যক্ত অনেক পীড়িত ব্যক্তির S6 পুরাপের পরিণাম। sNAls viði (SS BS! ro www.amarboi.com ro Գod;