পাতা:দশকুমার.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

28e দশকুমার আমাদের বাটী, রাজবাটীর অতি নিকটবৰ্ত্তী। আমি পুর্ণভদ্রের যুখে সিংহঘোষের শয়নাগারের বৃত্তান্ত অবগত হইলাম। এবং, আপন ভবনের ভিত্তিকোণ হইতে রাজভবন পর্যন্ত, স্বরুঞ্জ কাটিতে আরম্ভ করিলাম। ক্রিয়দর সুরুঙ্গ খনন হইলে, ভূভাগের অভ্যন্তরে এক অপুৰ্ব্ব অট্টালিকা দেখিতে পাইলাম। তন্মধ্যে কতগুলি সুন্দর স্ত্রীলোক বাস করিতেছে, পুরুষ মাত্র নাই। আমি ঐ পুরীর মধ্যে প্রবেশ করিব মাত্রেই, তাহারা অকস্মাৎ আমাকে দেখিয়া ভয়-চকিত হইয়া উঠিল । দেখিলাম তন্মধ্যে একট পরম সুন্দরী রমণী চন্দ্রকলার ন্যায় অট্টালিক শোভমান করিতেছে । অামি ত;হাদিগকে দেখিয়| মনে মনে মান তর্ক করিতে লাগিলাম। ঐ সময়ে এক বৃদ্ধ বদ্ধাঞ্জলি হইয়। আমার চরণেপান্তে নিপতিত হইল,বলিতে লাগিল আপনি কি দেবকুমার দৈত্যদিগের সহিত সংগ্রামর্থ রসাতলে প্রবেশ করিতেছেন। আপনাকে দেখিয়। অমর সাতিশয় ভীত হইয়াছি। শীঘ্রই আপনকার বৃত্তান্ত বলিয়া অ নাদের ভয় ভঞ্জন করুন | আমি তাহাদিগকে বলিলাম তোমাদের ভয় নাই । আমি দেবত নই। আমি, অমাত্য কনপালের পুত্র, অর্থপাল । আমার মাতার নাম কান্তিমতী । প্রয়োজন-বিশেষ উপস্থিত হওয়াতে এই স্বরুঙ্গাপথে রাজভবনে গমন করিতেছি, পথিমধ্যে তোমাদিগকে দেখিতে পাইলাম । তোমর কে, কি নিমিত্ত এস্তানে অবস্থিতি করিতেছ, বল । বৃদ্ধ কৃতাঞ্জলি হইয়। বলিল বৎস! আজি আমাদের কি সৌভাগ্য ! তোমার দর্শন পাইলন । তোমার মাতামহ মহারাজ চ গুসিংহের চণ্ডঘোষ নামে পুত্র ও কান্তিমতী নামে কন্যা জন্মে। চণ্ডঘোষ অঙ্গনাগণে অত্যাসক্ত হইয়া, তরুণাবস্থাতেই ক্ষয় রোগে লোকান্তর গমন করেন । তৎকালে তাহীর মহিষী আচারবর্তী গর্তবর্তী ছিলেন। তাহার গর্ভে এই কনf জন্ম গ্রহণ করেন। ইহঁীর নাম মণিকর্ষিক । ইহঁর জন্মের অব্যবহিত পরেই অঢিরিবর্তীর মৃত্যু হয় । আন স্তর মহারাজ চণ্ডসিংহ আমাকে আণ জ্ঞা করিলেন “খদ্ধিমতি : এই কন্য। অতি সুলক্ষণ লক্ষিত হইতেছে । মালবেন্দ্র রাজ