পাতা:দশকুমার.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У У о দশকুমার তাহাদের অর্ণবযানে আরোহণ করিলাম। আরোহণ করিয়াই যমদূতের ন্যায় আমি তাহীদের দলপতিকে বলপুৰ্ব্বক গ্রহণ করি. লাম। দেখিলাম যে, সে সেই ভীমধম্বা । তৎপক্ষীয় লোকের তৎক্ষণাৎ আমাকে চিনিতে পারিল । সুক্ষরণজ্য অবিলম্বেই আমার হস্তগত হইবেক বিবেচনা করিয়া তাহারা তৎকালে আমার সপক্ষ হইয়া উঠিল। এবং লৌহ শৃঙ্খল দ্বারা ভীমধন্বকে শক্রবৎ বদ্ধ করিয়া ফেলিল । _ ঐ সময়ে অকস্মাৎ সেই অর্ণবযান, বলবান মারুতের অভিঘাতে অভিভূত হইয়া, এক অনির্ণীত স্থানে উপনীত হইল। দেখিলাম এক দ্বীপের নিকট উপস্থিত হইয়াছে । আমরা পানীয় জল ও ভক্ষণীয় ফল মূলাদি আহরণার্থ সেই দ্বীপে উঠিলাম। কিয়দর যাইতে যাইতে একটা অত্যুচ্চ পৰ্ব্বত দেখিতে পাইলাম। সেই পৰ্ব্বতের নিতম্ব দেশ অতি মনোহর। চারি দিক্ সুগন্ধ পাষাণ খণ্ডে সুশোভিত। পল্পরেণু বাসিত স্থশীতল নিৰ্ম্মল নিঝরজল ঝর ঝর শব্দে পড়িতেছে। তরুগণ ফলতরে অবনত ও কুসুমসমুহে সুশোভিত হইয়া রহিয়াছে । আমি একাকী পৰ্ব্বতের অপুৰ্ব্ব শোভা দেখিতে দেখিতে বহুদুর গমন করিলাম। কত দুর আসিয়াছি, কিছুই জানিতে পারিলাম না। ক্রমশঃ গিরি শিখরে উপস্থিত হইয়া, পদ্মরাগ-মণি-নিৰ্ম্মিত সোপান-পরম্পরা সুশোভিত এক আশ্চর্য সরোবর দেখিতে পাইলাম । তাহাতে কুমুদ কোকনদ প্রভৃতি নানাজাতীয় উৎপল প্রস্ফুটিত হইয়া রহিয়াছে। আমি পৰ্ব্বত আরোহণ করিয়া সাতিশয় শ্রান্ত হইয়াছিলাম । সেই মনোহর সরোবরের শীতল জলে অবগাহন করিয়া, অমৃত তুল্য সুস্বাদ মৃণাল মুল ভক্ষণ করিলাম। আর কতগুলি সকমল মৃণাল দল স্কঞ্চে করিয়া তীরে উঠিতেছি, এমন সময় এক ভীষণকার ব্রহ্মরণক্ষস আসিয়া আমার পথ অবরোধ করিল । পরুষ বচনে জিজ্ঞাসিল তুই কে, কোথা হইতে আসিয়াছিস্ । আমি তখন কি করি, কেবল সাহসে নির্ভর করিয়া উত্তর দিলাম। আমি ব্রাহ্মণ । এক দুরাত্মা আমাকে সমৃন্দ্রে নিক্ষেপ করে। ভাগ্য ক্রমে