পাতা:দশকুমার.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>之○ দশকুমার আমি শ্মশানে উপস্থিত হইয়া দেখিলাম, একট। পুরুষ, চিত|ভস্ম মাথা, বিদ্যুল্লতার ন্যায় জটাভার, মনুষ্যস্থির অলঙ্কারধারী, জ্বলন্ত চিতাগ্নি কুণ্ডে তিল সর্ষপ প্রভৃতির আহুতি প্রদান করিতেছে। অনবরত চটচটা শব্দ হইতেছে। সম্মুখে এক রাক্ষস কৃতাঞ্জলিপুটে দণ্ডায়মান আছে। সেই নিকৃষ্টাশয় পুরুষ রাক্ষসকে আদেশ করিল “তুমি কলিঙ্গরাজ কদনের কন্য। কনকলেখাকে শীঘ্ৰ আনয়ন কর, । রাক্ষস তৎক্ষণাৎ তাহাকে আনয়ন করিল। ভয়-বিহ্বল কম্পিত-কলেবর কনকলেখা, হা তীত ! হা" জননি! এই বলিয়া ক্ৰন্দন করিতে লাগিলেন। সেই পুরুষ দক্ষিণ হস্তে এক শাণিত তীক্ষ, খড়গ গ্রহণ করিয়া, বমি হস্তে সেই বামলোচনার কেশ পাশ ধারণ পুৰ্ব্বক শিরশেভূদনে উদ্যত হইল । আমি তৎক্ষণাৎ পশ্চাৎ দিক্ দিয়া খড়গ কাড়িয়া লইলাম। এবং সেই খড়গ প্রহারে তাহার জটাজাল-শোভিত মস্তক ছেদন করিলাম। সেই ছিন্ন মস্তকটা এক বৃহৎ বৃক্ষের কোটরে রাখিয় দিলাম । তখন রাক্ষস, আমি হইতে অকস্মাৎ এই দুষ্কর কৰ্ম্ম সম্পন্ন হইল দেখিয়া, আনন্দে পুলকিত হইয়। বলিল মহাশয়! এই দুরাশয়কে সংহার করিয়া কি উপকারই করিলেন । এই দুরত্মা অামাকে বিস্তর যন্ত্রণ দিতে ছিল । আজি অবধি আমি আপনকার আজ্ঞাকর হইয়া রহিলাম। এক্ষণে কি করিতে হইবেক, এই দাসকে আদেশ করুন। এই বলিয়। আমাকে প্রণাম করিল। আমি তাহাকে বলিলাম সখে ! তুমি আমার নিকট যেরূপ কৃতজ্ঞতা স্বীকার করিতেছ, আমি এমন কি উপকার করিলাম। অথবা, সাধু জনের এই রূপই আচরণ। যাহা হউক, যদি কিঞ্চিৎ ক্লেশ স্বীকার কর, এই অবলাকে ইহার অপেন ভবনে রাখিয়া আইস । তাহ হইলেই আমি যথেষ্ট উপকৃত হই । রাজনন্দিনী আমার এই সদয় বাক্য শ্রবণ করিয়া নিঃশঙ্কচিত্ত হইলেন। তাহার গণ্ডদ্বয় প্রফুল্ল হইয়া উঠিল । তিনি সাহরাগ চিত্তে চঞ্চল নয়নে আমাকে বারম্বার অবলোকন করিতে লাগি