পাতা:দশকুমার.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মন্ত্রগুপ্ত চরিত । Rన উপদেশানুসারে নগর মধ্যে আমার অলৌকিক শক্তি ও প্রভাবাদি গুণ কীৰ্ত্তন করিতে লাগিল । নগরবাসী সমস্ত লোক আমার সহিত সাক্ষাৎ করিতে আসিতে লাগিল । কেহ কেহ আমার নিকট নানা শাস্ত্রের প্রসঙ্গ করিতে লাগিল । আমি সদুত্তর দিয়া সকলের সন্তোষ বিধান করিতে লাগিলাম । আমার শিষ্যগণ ক্রমে ক্রমে, অনীর চিকিৎসা শাস্ত্রে নৈপুণ্য ও মণি মন্ত্ৰ মহৌষধাদি জ্ঞানে প্রবীণা প্রচার করিয়া দিল । তাহ শুনিয়া নানাবিধ রোগ-গ্রস্ত S ভূতাবিষ্ট লোকেরা অণমার নিকট অগসিতে লাগিল । আমি নানা উপায়ে তাহদের রোগ শান্তি ও ভূতশান্তি করিতে লাগিলম । এইরূপে অন্ধুদেশে আমার বিলক্ষণ প্রতিষ্ঠা হইয়া উঠিল । অঙ্গরাজ জয়সিংহ নগরস্থ যাবতীয় লোকের মুখে আমার গুণকীর্তন শ্রবণ করিয়া, প্রত্যহ অামার অণগ্রমে গতিবিধি করিতে লাগিল । তাহার এই অভিপ্রায়—কনকলেখার ভূতাবেশ শান্তি হয়, এবং কনকলেখা অনুরক্ত হইয়। স্বয়ং তাহাকে বরণ করে। জয়সিংহ আমার আকার প্রকার ও ধৈৰ্য গম্ভীৰ্য দর্শনে হঠাৎ আমার নিকট সেই অভিপ্রায় প্রকাশ করিতে না পারিয়া, প্রথমতঃ আমার শিষ্যগণকে অর্থ দ্বার বশীভুত করিল । পশ্চাৎ এক দিন অবসর বুঝিয়া আমার নিকট আপন অভিপ্রায় ব্যক্ত করিল। শিষ্যগণও তাহীর পক্ষ হইয়া আমাকে অনুরোধ করিতে লাগিল । আমি তাহার কথা শুনিয়া ধ্যানস্থ হইলাম। ক্ষণকাল ধ্যানের পর বলিলাম রাজন : আপনি ষে সুলক্ষণাক্রান্ত কন্যারত্ন লাভের বাসনা করিয়াছেন, সেই কন্যা যদি স্বেচ্ছা পুৰ্ব্বক আপনাকে বরমাল্য প্রদান করেন, আপনি সমস্ত ভূমণ্ডলের একাধিপত্য প্রাপ্ত হইবেন, সন্দেহ নাই। কিন্তু সেই কন্যা ভূতাবিষ্ট হওয়াতে আপনকার অভীষ্ট সিদ্ধির ব্যাঘাত জন্মিয়াছে । আপনি দুই তিন দিন বিলম্ব করুন, অীপনকার মনোরথ সিদ্ধির সদুপায় করিয়া দিতেছি। জয়সিংহ কনকলেখার লোভে নিতান্ত হতবুদ্ধি হইয়াছিল, আমার এই বাক্যে তাহার কিছুমাত্র দ্বৈধ হইল না। পরম পরিতুষ্ট হইয়। প্রস্থান করিল। >