পাতা:দশকুমার.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

}\S)e দশকুমার ঐ দিন রাত্রে আমি শিষ্যগণকে লইয়া অতিগোপনে অপেন কুটীরের কোণে সুরুঙ্গ কাটিতে আরম্ভ করিলাম। কুটীরের পার্শ্বেই সরোবর ছিল । সমস্ত রাত্রি পরিশ্রম করিয়া, সরোবরের চারি পাচ হাত জলের নীচে সুরুঙ্গার মুখ ফুটাইলাম। সুরুঙ্গার উভয় মুখ শিলাপটের দ্বারা এমত আচ্ছাদন করিয়া রাখিলাম যে, কোন ব্যক্তিই কোন রূপে তাহ জানিতে পারিল না । দিনত্রয় অতীত হইলে জয়সিংহ আমার নিকট আসিয়া সাষ্টাঙ্গ প্রণিপাত পুৰ্ব্বক কৃতাঞ্জলিপুটে দণ্ডায়মান হইল। আমি তাহাকে বলিলাম রাজন্‌ ! আপনি কিভাগ্যবান্‌! আপনকার অভীষ্ট সিদ্ধি হইবার সম্পর্ণ সম্ভাবনাহইয়াছে। না হইবেই বা কেন ? উদ্যোগী পুরুষকে লক্ষ্মী স্বয়ং আসিয়া বরণ করেন। আমি তিন দিন ক্রমাগত তদগতচিত্ত হইয়1আপনকার নিমিত্ত এই সরোবর সংশোথন করিয়া রাখিয়াছি । অদ্য অৰ্দ্ধরাত্র সময়ে আপনাকে এই সরোবরে অবগাহন করিতে হইবেক । চারি পঁাচ হাত জলের নীচে, যত ক্ষণ পারেন, নিশ্বাস রোধ করিয়া ডুব দিয়া থাকিতে হইবেক । তাহা হইলে আপনি অপরূপ রূপ ও অদ্ভুত পরাক্রম লাভ করিতে পরিবেন । অনন্তর আপনি জল হইতে উত্থিত হইলে, আপনকার চমৎকার আকার দেখিয় তাবৎ লোকেই বিস্ময়াপন্ন হইবেক । আপনকার সেই আকার দর্শন মাত্রেই সেই কুমারীর ভূতাবেশ শান্তি হইবেক । সে অবিলম্বেই অমুরক্তচিত্তে আপনাকে বর মাল্য প্রদান করিবেক। রাজন্‌ ! এক্ষণে অমাতা ও আত্মীয় গণের সহিত পরামর্শ করিয়া আমার বচনাহরূপসমস্ত অমুষ্ঠান করুন। অবগাহনের পুৰ্ব্বে বিশ্বস্ত জালিক গণ দ্বারা এই সরোবরের হিংস্ৰ জন্তু নিরাকরণ করা কৰ্ত্তব্য । অামার এই সকল প্রলোভন বাক্যে জয়সিংহের সম্পূর্ণ সন্মতি হইল। সে প্রস্থান করিয়া আপন বন্ধুবান্ধব ও অমাতা গণের নিকট এ বিষয়ের প্রস্তাব করিল । তাহারা তাহার নিতান্ত অtগ্রহ দেখিয়া নিষেধ করিল না। অনন্তর জয়সিংহ আমার নিকট আসিয়া সকলের সম্মতির কথা জানাইল । তখন আমি বলিলাম