পাতা:দশকুমার.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশ্রুত চরিত | >N9vని পতিত হইয়াছেন। আপনি অনুগ্রহ করিয়৷ ইহঁীকে তুলিয়া দেউন। আমি বালকের এই কথা শুনিয়া, বনলতা দ্বারা বৃদ্ধকে উদ্ধার করিলাম। বালককে জল পান করাইয়। সুস্থ করিলাম । অনন্তর তিন জনে তরুতলে উপবেশন করিয়া, বৃদ্ধকে জিজ্ঞাসা করিলাম এই বালকট কে, তুমিই বা কে, কি নিমিত্তই বা এইরূপ বিপদ ঘটনা হইয়াছে। বৃদ্ধ সজল নয়নে বলিতে লাগিল । বিদৰ্ভ নগরে, ভোজবংশের অবতংস, ধৰ্ম্মের অংশাবতার পুণ্যবৰ্ম্ম নামে পুণ্য-শ্লোক রাজা ছিলেন । তিনি অতি সুশীল, সত্যবাদী, ও অতিশয় বদান্য ছিলেন। প্রজাগণকে পুত্রের ন্যায় প্রতিপালন করিতেন। প্রজারা তাহার নিতান্ত অহরক্ত ছিল । রাজা পুণ্যবৰ্ম্ম বহুকাল নিরুপদ্রবে রাজ্য করিয়া, প্রজাগণের দুর্ভাগ্য বশতঃ পরলোক গমন করিলেন। অনন্তর তাহার পুত্ৰ অনন্তবৰ্ম্ম রাজ্যাধিকারী হইলেন। অনন্তবৰ্ম্ম নানা গুণে ভূষিত ছিলেন বটে, কিন্তু দণ্ডনীতি শাস্ত্রে অতি অনভিজ্ঞ ছিলেন। তাহার পিতার প্রিয় মন্ত্রী বসুরক্ষিত, অনন্তবৰ্ম্মার দণ্ডনীতি শিক্ষায় উপেক্ষা দেখিয়া, এক দিন নির্জনে বলিলেন । কুমার ! তোমার বুদ্ধি, নৃত্য গীতাদি চতুঃষষ্টি কলায় এবং কাব্য শাস্ত্রে সবিশেষ পরিপকৃ হইয়াছে। কিন্তু দণ্ডনীতি প্রভৃতি অর্থ শাস্ত্রের আলোচনা ব্যতিরেকে, অগ্নিতে অপরিশোধিত সুবর্ণের ন্যায়, মলিন হইয়া রহিয়াছে। বুদ্ধির তীক্ষত না হইলে রাজা স্বয়ং কৰ্ত্তব্যাকৰ্ত্তব্য অবধারণ পুৰ্ব্বক রাজ্য শাসনে সমর্থ হন না। যে রাজা কৰ্ত্তবাণকৰ্ত্তব্য বিবেচনা পরিশুন্য হন, তিনি, কি সপক্ষ, কি বিপক্ষ, সকলোর ঘূণার পাত্র হইয় উঠেন । সকলের অবজ্ঞাত হইলে তাহার আজ্ঞায় সম্যক রূপে শিষ্ট পালন ও দুষ্ট দমন সম্পন্ন হয় না । প্রজাগণ রাজাজ্ঞা-বশীভূত না হইলে যথেচ্ছাচারী হয় । সুতরাং রাজ্য মধ্যে নানা প্রকার কুকৰ্ম্ম ও অধৰ্ম্মের সঞ্চার হইতে থাকে। তাহাতে রাজা ও প্রজা উভয়কেই যৎপরোনাস্তি যন্ত্রণ ভোগ করিতে হয় । কিন্তু শাস্ত্ররূপ প্রদীপ দ্বার প্রকাশিত পথে চলিলে সচ্ছন্দরূপে লোক যাত্র।