পাতা:দশকুমার.djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ծ 8Ն, দশকুমার ছেন তিনি ব্যাস্ত্রী রূপ ধারণ করিয়া এই ভাস্করবর্মণকে আণনিয়া রক্ষা করিয়াছেন, এক্ষণে তোমরা ইহাকে বিন্ধ্যবাসিনী-নন্দন বলিয়। গ্রহণ কর। বিন্ধাবাসিনী আমাকে ইহার ভগিনী মুহাদিনীর পাণি গ্রহণ করিতে কহিয়াছেন, । অামার মুখে ভগবতী ৰিন্ধ্যবাসিনীর এই আজ্ঞা বাক্য শ্রবণ করিয়া তাবৎ লোক অনন্দে পুলকিত হইয়া উঠিল । বলিতে লাগিল অহো ! ভোজবংশের অদ্য কি সৌভাগ্য ! বিন্ধ্যৰাসিনী স্বয়ং ময়ুবাদিনীর যোগ্য বর প্রেরণ করিয়াছেন। মঞ্জুবাদিনী তখন আমাকে দেখিয়া অপার আনন্দ সাগরে মগ্ন হইল । রাজমহিষী সেই দিবসেই আমার সহিত তাহার বিবাহ দিলেন । রাজ্যের সমুদয় লোক অামাকে দেবাংশ পুরুষ নিশ্চয় করিল। আগ্রহ পূৰ্ব্বক আমার আজ্ঞা পালন করিতে লাগিল। রাজকুমারের, দেবীপুত্ৰ বলিয়া প্রসিদ্ধি হইল। আমি উত্তম অধ্যাপক নিযুক্ত করিয়া তাহাকে নীতিশাস্ত্রের অধ্যয়ন করাইতে লাগিলাম। আপনি সমুদায় রাজ্য কার্য পর্যালোচনা করিতে লাগিলাম । আর্যকেতু নামে অমিত্ৰবৰ্ম্মার মন্ত্রী ছিলেন। তিনি মন্ত্রিত্ব কৰ্ম্মে যথার্থ উপযুক্ত। তিনি আমার রাজ্য রক্ষা কৰ্ম্মে দক্ষতা দেখিয়া নিতান্ত অনুগত ও বশীভূত হইলেন । আমি তাহার সাহায্যে রাজ্যের সমস্ত কণ্টক শোধন করিলাম, শক্রর নাম মাত্র রহিল না । ব্রাহ্মণ ক্ষত্ৰিয় বৈশ্য শুদ্র চারি বর্ণকে আপন আপন স্বধৰ্ম্মে নিযুক্ত করিলাম । দেব ! এক্ষণে সিংহবৰ্ম্মার সাহায্যাৰ্থ আসিয়া আপনকার সাক্ষাৎকার লাভ হইয়াছে। এই বিবরণ বলিয় বিশ্রুত রাজৰীহনের চরণে প্রণাম করিলেন । সমাপ্ত ।