পাতা:দশকুমার.djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশ্রুত চরিত । ➢ 8ዊ স্থির করিতে পারিল না । সকলেই মনে করিল অশ্মকরাজের লোক আসিয়া প্রচণ্ডবৰ্ম্মার বিনাশ করিয়া গেল । আমি সেই ভাস্করবৰ্ম্মণর নিকট উপস্থিত হইয়া বেশ পরিবর্ত করিয়া শ্মশানে প্রস্থান করিলাম। আমার সাহস ব্যাপারে রাজদ্বারে মহা জনতা হইয়া ছিল, আমরা তন্মধ্য দিয়া অক্ষোভে চলিয়া গেলাম, ঘূণাক্ষরেও কেহ আমাকে লক্ষ্য করিতে পারিল না । ইতিপুৰ্ব্বে আমি রেব নদীর তীরবত্তী বিন্ধ্যবাসিনীর মন্দিরে প্রতিমার নিমুভাগে এক গহ্বর করিয়া রাখিয়া ছিলাম। গহ্বরের উপর প্রতিম স্থাপিত থাকতে, মন্দির মধ্যে গহ্বর অাছে বলিয়। কাহারও অনুভব করিবার যে ছিল না। প্রচণ্ডবৰ্ম্মার প্রাণসংহার করিয়া আসিয়া, সেই দিনই রাত্ৰিযোগে, আণমি ও ভাস্করবর্শ উভয়ে দেবী-প্রেরিত বহু মূল্যের রত্নভূষণ ও পট্ট বসন পরিধান করিয়া গহ্বর মধ্যে লুক্কায়িত হইয়া থাকিলাম । এদিকে দেবী প্রচণ্ডবৰ্ম্মার মৃত্যুতে কল্পিত শোক প্রকাশ করিয়া চণ্ডবৰ্ম্মার নিকট সংবাদ পাঠাইলেন । পরদিন প্রত্যুষে অমৃত্যগণ ও পেীরবর্গ সমভিবTণহারে রেবা নদীর তীরে বিঙ্গাবাসিনীর মন্দিরে মহা সমারোহ পুৰ্ব্বক আসিয়া উপস্থিত হইলেন । প্রথমতঃ নানাবিধ উপচারে ভগবতীর পুজা করিলেন । অনন্তর, মন্দিরের অভ্যন্তরে কেহ কোথায় আছে কি না, বিলক্ষণ রূপে পরীক্ষা করাইয়া কপাট বন্ধ করিয়া দিলেন, এবং নানাবিধ বাদ্যোদ্যন করিতে লাগিলেন । তখন আমি গহবরের সুক্ষ্ম ছিদ্র দিয়া ঐ শব্দ শুনিতে পাইলাম । বিন্ধ্যবাসিনীর প্রতিমা মস্তকে করিয়া তুলিলাম, রাজকুমারকে বাহির করিয়া পুনর্বর পূর্ববং প্রতিম স্থাপন করিলাম। অনন্তর ভগবতীকে বন্দনা করিয়া কবাট উদ্‌ঘাটন করিলাম। তাবৎ লোক আমাকে ও রাজকুমার ভাস্করবশৰ্মাকে দেখিয়া এককালে বিস্ময়াপন্ন হইল । সকলেই রোমাঞ্চিতকলেবর হইয়া কৃতাঞ্জলিপুটে অকপট ভক্তি সহকারে আমাকে প্রণাম করিতে লাগিল । আমি তাহাদিগকে বলিলাম “ তোমরা সকলে শুন, বিন্ধrবাসিনী জননী তে মাদিগকে অজ্ঞা করিয়া