পাতা:দশকুমার.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

のケ দশকুমার করিয়া আছেন শুনিয়া, সেই রাশীকৃত ধন লইয়া তথর উপস্থিত হইলাম। চন্দ্রপালের সহিত বন্ধুত্ব করিয়া তাহার সমভিব্যাহারে উজ্জয়িনী নগরে গমন করিলাম । অনন্তর পিতা মাতাকেও তথায় আনাইলাম। চন্দ্রপলের পিতা বন্ধুপাল, আমার পিতাকে লইয়। মালবনাথ মানসারের সহিত সাক্ষাৎ করাইয়া দিলেন । পরে মালবনাথের মতানুসারে উজ্জয়িনী নগরে বাটী নিৰ্ম্মাণ পুৰ্ব্বক বাস করিতে লাগিলাম । পুনৰ্ব্বার আপনকার অন্বেষণে যাইবার উদ্যোগ করিতেছি, বন্ধুপাল বলিলেন “ আমি জ্যোতিষ গণনা জানি, গণনা করিয়া তোমার বন্ধুর সহিত সাক্ষাৎ হইবার উপায় বলিয়া দিব, তুমি এক্ষণে বৃথা ভ্রমণে ক্ষান্ত হও . । আমি তাহার বচনে বিশ্বাস করিয়া নিবৃত্ত হইলাম। এক দিন বালচন্দ্রিক নামে এক বণিকনন্দিনীকে হঠাৎ দেখিতে পাইলাম । তিনি মালবনাথের দুহিত। অবন্তিসুন্দরীর সহচরী। তাঁহার রূপ লাবণ্য দশন করিয়া তামার চিত্ত নিতান্ত চঞ্চল হইল। তিনিও আমাকে দেখিয়া সাভিলাষ নয়নে বরিষ্কার নিরীক্ষণ করিতে লাগিলেন। কিছুদিন পরে এক সরসীতীরে ভ্রমণ করিতেছি, অকস্মাৎ বালচন্দ্রিক অসিয়া উপস্থিত হইলেন । তাহীর বদন সুধাকর মলিন দেখিয় জিজ্ঞাসিলাম অগ্নি সুমুখি ! আজি তোমাকে কেন মানবদন দেখিতেছি । তিনি সেই নির্জন স্থানে নির্লজ্জ ভােব অবলম্বন করিয়া অামাকে বলিতে লাগিলেন । সেীমা ! মালবেশ্বর মনসার বৃদ্ধ হইয়াছেন, স্বয়ং রাজ্য রক্ষণ মুক্ষম হইয়। রাজকুমার দপসারকে এই উজ্জয়িনী রাজ্য রক্ষার ভর সমর্পণ করেন । কিন্তু দপসার কেবল উজ্জয়িনীর রাজত্বে পরিতৃপ্ত ন হইয়া, সসাগর ধরণীর একাধিপত্যের অভিলামী হন । এই অভিলাষ সিদ্ধি করিবার নিমিত্ত, আপন পিতৃস্বস্ত্রীয় ভ্ৰত চণ্ডবৰ্ম্ম ও দারুবৰ্ম্ম এই উভয়ের প্রতি উজ্জfয়নী শাসনের ভর দিয়া, রাজরাজ পৰ্ব্বতে তপস্যা করিতে গিয়াছেল । তদবধি চ গুবৰ্ম্ম এই রাজ্য শাসন করিতেছে । কিন্তু দারু