পাতা:দশকুমার.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

c দশকুমার । கண்டுக উপক্রমণিকা । প্রথম উজ্জ্বাস | অৰন্তিস্থলী নিশীথ সময়ে প্রিয়তমের মুখে ভুবন বৃত্তান্ত প্রৰণ করিয়া বিন্মিত হইয়া সম্মিত বদনে বলিতে লাগিলেন প্রিয়তম ! আজি তোমার অনুগ্রহে আমার শ্রৰণেক্রিয় চরিতার্থ হইল । আজি তুমি আমার অন্তঃকরণে তমোবিনাশক জ্ঞান-প্রদীপ প্রদান করিলে । তুমি ষে অনুগ্রহ করিলে, আমি কি বস্তু প্রদান করিয়া ইহার প্রত্যুপকার করিৰ। আমার কি শরীর, কি মন, কি প্রাণ, সকলই তোমার। তোমার অধিকার বহিভূত কোন বস্তুই আমার নাই । এই বলিয়া রমণী প্রিয়তমের আজ্ঞাকুবর্ভিনী হইলেন । অনন্তর উভয়ে নিজিত হইয়া স্বপ্নে এক হংস দেখিতে পাইলেন, হংসের চরণ স্বয় পদ্ম মৃণালস্থত্রে বদ্ধ রহিয়াছে । নিজ ভঙ্গ হইলে দেখিলেম রাজকুমারের চরণ যুগল বাস্তবিক রৌপ্যশৃঙ্খলে বন্ধ হইয়াছে। তাহ দেখিয়াই রাজকন্যা অত্যন্ত ভৗত ও ব্যাকুল হইয়া মুক্ত কণ্ঠে ক্ৰন্দন করিতে লাগিলেন । কন্যার আকস্মিক ক্ৰন্দন ধ্বনি শ্রৰণে অত্যাহিত আশঙ্কা করিয়া অন্তঃপুরচারী তীৰৎ ব্যক্তিই অত্যন্ত ব্যাকুল হইল, এবং অঙ্কপুর্ণ নয়নে রোজন করিতে লাগিল। কেহ কেহ ভূতোপহতের ন্যায় ভূতলে *ङिङ इहेब्रl, कि इझेल बलिग्नां ऊँटेकडच्चरञ्च कौ९कांब्र बांब्रजु কৰিল। ৰাস্তবিক কি ঘটনা হইয়াছে তাহ কেহই বিবেচনা করিল না । কম্যা কুমায়ের গোপনীয় পরিণয় বৃত্তান্ত প্রকাশ হইবার জাশঙ্কা পরিশুন্য হইয়া, সকলে এমত কলরৰ করিয়া উঠিল,