পাতা:দশকুমার.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NLR म* दूयाज्ञ পরে তাহার দুহিত জম্বালিকাকে বিবাহ করিবার নিমিত্ত আপন শিবিরে আনয়ন করাইল । এবং গণক দ্বারা সেই দিবসেই রীতিশেষে বিবাহের লগ্ন স্থির করিল। চণ্ডবৰ্ম্ম বিবাহাৰ্থ মাঙ্গল্য অমৃষ্ঠান করিয়া প্ৰস্তুত হইয়াছে এমন সময়, রাজরাজ পৰ্ব্বত হইতে এণজজ্য নামে এক দূত প্ৰভু দপসারের প্রত্যুত্তর লইয়া উপস্থিত হইল। কহিল, “ অয়ি মূঢ় | কন্যাপুর দৃষকের প্রতি কি দয়া দৃষ্টি করা কৰ্ত্তব্য। রাজা মালবেন্দ্র বৃদ্ধ হইয়াছেন, বাৰ্দ্ধক্য প্রযুক্ত মানাপমান জ্ঞান রহিত হইয়াছেন, দুশ্চরিত্র দুহিতার পক্ষপাতী হইয়া যাহা অহরোধ করিয়াছেন, তোমার কি সেই অন্যায় অনুরোধ রক্ষা করা উচিত। তুমি অবিলম্বেই সেই কন্যাপুরদৃষককে বিনাশ করিয়া সংবাদ প্রেরণ পুৰ্ব্বক আমার শ্রবণানন্দ সম্পাদন করিবে, এবং সেই দুষ্ট ভগিনীকেও কনিষ্ঠ ভ্রাত কীৰ্ত্তিসারের সহিত রুদ্ধ করিয়া রাখিবে। ,, দপসারের এই অনুমতি প্রাপ্ত হইয়া চণ্ডবৰ্ম্ম তৎক্ষণাৎ ভূত্য গণকে আজ্ঞা করিল, কল্য প্রাতঃকালেই সেই কুমারীপুরদৃষককে শিবির দ্বারে আনিয়। রাখিও, এবং প্রধান হস্তী চণ্ডপোতকে সুসজ্জিত করিয়া তথায় উপস্থিত করিও । আমি বিবাহ কৃত্য সম্পাদনের পর প্রত্যুষে গাত্রোথন করিয়া অগ্রে হস্তী দ্বারা সেই পাপিষ্ঠকে ভূমিসাৎ করিব। পশ্চাৎ, অঙ্গরাজের সাহায্যার্থ যে রাজগণ আসিতেছে, ঐ হস্তী অারোহণে অগ্রবত্তী হইয়া সেই সকল রাজগণের সংহার করিব । চণ্ডবৰ্ম্মার অজ্ঞাস্থসারে ভূত্যের পর দিন প্রত্যুষে রাজপুত্রকে ও চণ্ডপোতকে শিবির দ্বারে আনিল। দ্বারে উপস্থিত হইবামাত্রেই রজতশৃঙ্খলা রাজবাহনের চরণ যুগল পরিত্যাগ করিল এবং অপৃসর রূপ ধারণ করিয়া তাহাকে প্রদক্ষিণ পুৰ্ব্বক প্রাঞ্জলি হইয়। বলিতে লাগিল দেব! আমি সোমরশ্মিবংশে সমৃত স্বরভমঞ্জরী নামে অপসরা । একদা নভোমণ্ডলে মনোহর কলহংসগণ গমন করিতেছিল। আমি তাহদের সৌন্দৰ্য দর্শনার্থ এক দৃষ্টে চাহিয়া ছিলাম । হঠাৎ যেমন মুখ ফিরাইয়া লইৰ, অমনি আমার গল