পাতা:দশকুমার.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অপহারবশ্ব চরিত। ல்ே হইলাম। সেই অবকাশে তাহার। আমাকে ৰন্ধন করিয়া ফেলিল। অনন্তর শৃগালিকা আৰ্ত্তস্বরে চীংকার করিতে করিতে আসিয়৷ উপস্থিত হইল। তৎকালে আমার কিঞ্চিং চৈতন্যোদয় হওয়াতে মনে মনে বিবেচনা করিলাম অহো! কি কুকৰ্ম্ম কমিয়াছি, আপন দোষেই ঘোরতর বিপদে পতিত হইলাম । এখন কি করিয়া উদ্ধার হই। ধনমিত্র ও রাগমঞ্জরীর সহিত আমার প্রণয় আছে নগরের সকলেই জানিতে পারিয়াছে । আমার নিমিত্ত উত্তর কালে তাহদের কোন বিপদ ঘটনা না হয়, অথচ আমিও এ বিপদে মুক্ত হইতে পারি, এমন কোন উপায় করা কর্তব্য । ক্ষণকাল চিন্ত৷ করিয়া মনে মনে এক উপায় স্থির করিলাম। অনন্তর শৃগালিকাকে বলিলাম দুর হ, বৃদ্ধে ! দূর হ, তুই সেই অর্থলুব্ধা রাগমঞ্জরীকে ভস্ত্ররত্ন-গৰ্ব্বিত ধনমিত্রের সহিত মিলন করিয়া দিয়াছিল্, আবার আমার নিকট আত্মীয়তা করিতে আসিয়াছিস্ । আমি তোর রাগমঞ্জরীর তাবৎ অলঙ্কার এবং ধনমিত্রের ভক্সারত্ন চুরি করিয়া আনিয়াছি । ইহাতে আমার প্রাণ যায় তাহাও স্বীকার, তথাপি তোর কথায় আর কদাপি রাগমঞ্জরীর গৃহে যাইব না। পরম ধূৰ্ত্ত শৃগালিকা আমার মনের ভাব বুঝিয়া সজল নয়নে রাজপুরুষদিগের নিকট নিবেদন করিল হে মহাশয়গণ! আপনার ক্ষণমাত্র অপেক্ষা করুন, আমি ইহার স্থানে আমার কন্যার অলস্কার গুলির সন্ধান জানিয়া লই । তাহার এই প্রস্তাবে সম্মত হইলে, শৃগালিকা আমার নিকট আসিয়া বলিল সৌম্য ! আমার এই অপরাধটা মার্জন কর, এক্ষণে ধনমিত্র তোমার কলত হরণ দ্বারা শক্র হইয়াছে, যথার্থ বটে। কিন্তু রাগমঞ্জরী চিরকাল তোমার পরিচর্য্যা করিয়াছে, তাহার প্রতি কিঞ্চিৎ অনুগ্রহ প্রকাশ কর, তাহার অলঙ্কার গুলি লইয়া কোথায় রাথিয়াছ বলিয়া দাও। এই বলিয়া আমার পদতলে পতিত হইল। তখন অণমি কৃত্রিম দয়। প্রকাশ করিয়া বলিলাম, ভাল, অমিত মৃত্যুর হস্তে পতিতই হইয়াছি, তবে অণর ত{হার অলঙ্কার রাখিবার প্রয়োজন কি । রক্ষীপুরুষদিগের সমক্ষে প্রকাশিত রূপে এই কথা বলিয়া, শৃগা