পাতা:দশকুমার.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ֆց, - দশকুমার করিয়া ফেলিলাম । তখন তাহার সেনাগণ অামাকে আক্রমণ করিল। আমি অবলীলাক্রমে তাহাদিগকে শমন সদনে প্রেরণ করিলাম। পরে, ভয়-কম্পিত অস্বালিকাকে রাজমন্দিরে প্রত্যানয়ন করিয়া নানাবিধ অশ্বাস বাকো সান্তন করিতেছি, এমন সময় তোমার মধুর গম্ভীর স্বর কর্ণগোচর হইল । রাজবাহন অপহীরবর্মার এই আশ্চর্য বিবরণ শ্রবণে ঈষৎ হাস্য করিলেন । অনন্তর উপহারবর্মণকে তাহার বিবরণ কহিতে অণদেশ করিলেন । তৃতীয় উচ্ছ্বাস। উপহীরবর্ম চরিত । উপহারবর্ম ঈষৎ হাস্য করিয়া আপন বৃত্তান্ত বলিতে অীৱন্ত করিলেন দেব ! আমি নানা দেশ পর্যটন করিয়া পরিশেষে বিদেহ রাজ্যে উপস্থিত হইলাম। রাজধানী মিথিলা প্রবেশ করিবার পুৰ্ব্বেই সন্ন্যাসীদিগের মঠ দেখিতে পাইলাম । বহু পৰ্য্যটনে পরিশ্রান্ত হইয়াছিলাম, ঐ অtশ্রমে বিশ্রামার্থ উপস্থিত হইলাম। তথায় এক বৃদ্ধ তাপসী আমাকে আসন দি প্রদান করিলেন, এবং সঙ্গুেহ নয়নে কিয়ৎক্ষণ আমার আপাদ মস্তক নিরীক্ষণ করিয়া অশ্রান্ত অশ্রু মোচন করিতে লাগিলেন । অণমি জিজ্ঞাসিলাম অম্ব ! আমাকে দেখিয়া তুমি রোদন করিতে লাগিলে, কারণ কি? বৃদ্ধ করুণ বচনে আমাকে বলিতে লাগিলেন বৎস! শুনিয়া থাকিবে, প্রহীরবর্শ| এই মিথিলা নগরীর রাজ ছিলেন । মগধরাজ রাজহংসের সহিত তাহার অতিশয় বন্ধুত্ব ছিল। প্রহরবৰ্ম্মার পত্নী প্রিয়ম্বদ, মগধরাজের মহিষী বসুমতীর সহিত সখ্য বিধান করিয়াছিলেন । মগধরাজ্য, মিথিলার বহু-দূরবর্তী হইলেও, তাহারা সৰ্ব্বদাই পরস্পর প্রণয় স্থঢক দ্রব্য সামগ্রী উপ