পাতা:দশকুমার.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অপহারবর্ম চরিত। Øዓ এক্ষণে র্তাহার ক্ষতিসারেই আমি সেই সুরুঙ্গ দ্বারা কনrান্তঃপুরে পুনৰ্ব্বার প্রবেশ করিলাম। ইতিপূৰ্ব্বে শৃগালিক রাজকন্যার নিকট অামার রূপ গুণের সবিশেষ পরিচয় প্রদান করে, তাহাতে তিনি আমার প্রতি নিতান্ত অনুরক্ত হইয়াছিলেন। আমি তাহার সমক্ষে উপস্থিত হইলে, তিনি আমাকে চির-পরিচিতের ন্যায় সাতিশয় সম্বন্ধন করিলেন । এই রূপে আমি প্রতিদিনই সুরুঙ্গপথে তাহার নিকটে গমনাগমন করিতে লাগিলাম । এমন সময় চণ্ডবৰ্ম্ম, বিবাহ করিবার বাসনায় সিংহবৰ্ম্মার নিকট র্ত হার এই কন্যা প্রার্থনা করিল। অঙ্গরাজ তাহার প্রার্থন পূর্ণ না করাতে, সে সাতিশয় কুপিত হইয়া সৈন্য সামন্ত সমভিবTাহারে আসিয়া অঙ্গপুরী আক্রণ করিল। তাহার উপদ্রব অঙ্গরাজের অসহ্য হইয়া উঠিল । যে সমস্ত রাজগণ র্তাহার সাহায্যাৰ্থ আসিতেছিলেন, অঙ্গরাজ ভঁtহাদের অপেক্ষ না করিয়াই যুদ্ধার্থ বহির্গত হইলেন। চণ্ডবৰ্ম্ম যুদ্ধে তাঁহাকে পরাজিত করিয়া কণরারুদ্ধ করিল। পরে তাহার কন্যা অম্বালিকাকে বলপুৰ্ব্বক আপন শিবিরে লইয়া গেল । আর তাধিক কাল বিলম্ব করিতে না পারিয়া সেই দিনই রাত্রিশেষে বিবাহ করিবেক, স্থির করিল। আমি তখন ধনমিত্রকে বলিলাম মিত্ৰ ! যে সকল বিদেশীয় রাজগণ অঙ্গরাজের সাহায্যাৰ্থ আসিতেছেন, তুমি তাহাদিগকে সমুচিত সম্বদ্ধনা করিয়া লইয়া আইস । আসিয়াই দেখিতে পাইবে চণ্ডবৰ্ম্মার শিরশেদন হইয়াছে। মিত্রকে এই কথা বলিয়া আমি চ গুবৰ্ম্মণর শিবিরে গমন করিলাম। দেখিলাম তথায় নানা উৎসব হইতেছে। শিবিরের সকল দ্বারই মুক্ত রহিয়াছে। বিবাহ দর্শনাভিলাষী নগরবাসী নানাজাতীয় লোক গমনাগমন করিতেছে । অণমি তখন কতগুলি স্তুতিপাঠকের সঙ্গে বিবাহাঙ্গনে প্রবেশ করিলাম । তৎকালে চণ্ডবৰ্ম্ম অগ্নি সমক্ষে অস্বালিকার পাণিগ্রহণার্থ উপবিষ্ট হইয়াছিল । কন্যার করগ্রহণার্থ যেমন কর প্রসারণ করিল, অমনি আমি তাহার হস্ত ধরিয়া বলপুৰ্ব্বক অণকর্ষণ করিলাম, এবং তৎক্ষণেই ছুরিক প্রহরে তাহার বক্ষঃস্থল বিদীর্ণ