পাতা:দশকুমার.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సెళి দশকুমার । রার জন্য, সৰ্ব্বদাই বলিতে লাগিল মহারাজ ! সাবধান হউন, আপনি কামপালের উপর বড় বিশ্বাস করিবেন না, কামপাল আতি দুরাচার। ঐ দুরত্বা আপনকার ভগিনী কান্তিমতীকে কন্যকাবস্থাতেই দুযিত করে । রাত্ৰিযোগে আপনকার’ পিতাকে সংহার করিবার উপক্রম করিয়া ছিল । বিষ পান করাইয়া আপনকার জ্যেষ্ঠ ভ্রাতার প্রাণ বধ করিয়াছে । আপনাকে এত দিন বালক বলিয়া উপেক্ষা করিয়াছিল, এক্ষণে গোপনে আপনকার নিধনের চেষ্টা পাইতেছে। আপনি বিবেচনা করিয়া চলুন । দুৰ্ব্ব দ্ধি সিংহঘোষ অসৎ লোক দিগের এই অসৎ পরামর্শে, কানপালের অনিষ্টাচরণে উদ্যত হয় । কিন্তু এত দিন যক্ষকন্য তাঁরাবলীর প্রভাবে কিছুই করিতে পারে নাই । সম্পতি তারাবলী, কোন কারণ বশতঃ কমপালের প্রতি কুপিত হইয়াত হাকে পরিত্যাগ করিয়া গিয়াছেন । সিংহঘোষ তাহ1 জানিতে পারিয়া নিঃশঙ্ক হইয়া অমৃচর দিগের প্রতি আদেশ করিয়াছেন “ তোমরা দুরত্ম কামপালের এই সকল দোষ নগর মধ্যে ঘোষণা করিয়া দাও, কলা প্রাতঃকালে তাহার চক্ষুদ্বয় উৎপাটন করা যাইবেক ,, । দুরাচার অনুচরেরা আজ্ঞা পাইবা মাত্র নিরপরাধ মহাত্ম৷ কামপালকে বন্ধন করিয়া রাখিয়াছে। অামি সেই দুঃখে রোদন করিতেছি । স্থির করিয়াছি, আণমি অজিষ্ট প্রাণ পরিত্যাগ করিব । তাহ। হইলে আর আমাকে তাহার সে দুরবস্ত দেখিতে হইবে না । দেব ! আমি পূর্ণভদ্রের মুখে পিতার এই আসন্ন বিপদের কথা শুনিয়া অশ্রুপুর্ণ নয়নে বলিলাম ভদ্র ! তোমার নিকট আর গোপনের প্রয়োজন নাই । যক্ষকনা তারাবলী কমপালের যে পুত্ৰকে রাজবাহনের চরণ সেবার্থ দেবী বসুমতীর হস্তে সমর্পণ করিয়াছিলেন, আমিই সেই পুত্র। আমি সহস্ৰ সহস্ৰ অস্ত্র ধারী বীর পুরুফকে বিনাশ বরিয়া এখনিই পিতাকে মুক্ত করিতে পারি। কিন্তু, কি জানি, যদি দৈবাৎ কোন দুরাহা সেই সঙ্কট সময়ে পিতার অঙ্গে । অস্ত্রাঘাত করে, ভাহা হইলে আমার সমুদায় যত্নই বিফল হইবে । আমি পুর্ণভদ্রকে এই কথা বলিতেছি, দেখিতে পাইলাম