পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

105 ঈশ্বর নিষ্ঠ এব• স্থিরচিত্ত হইয়া, সুধীরে কথা কহিয়৷ রাজার পুতি এ ৰূপ উত্তর করিল। হে রাজন আমরা এ বিষয়ে আপনকাকে উত্তর দিতে ব্যস্ত নহি । আপনকার বাক্য মত যদি হয় তে", আমরা যে ঈশ্বরের সেবা করি তিনি আমাদিগকে জ্বলন্ত আমি কুণ্ডেও রক্ষা করিতে পারেন আর হে রাজন নিতান্তই তিনি আমাদিগকে আপনকার হস্ত হইতে মুক্ত করিয়া দিবেন। কিন্তু যদ্যপি ও তিনি রক্ষণ না করেন তত্ৰোপি আণমরা অাপনকার আজ্ঞাপিত দেবোপাসনা ও স্বর্ণের বিগ্রহ পূজা করিব না । যুবা ব্যক্তিরা সাদর হইয়া ঐন্ধপ উত্তর দিলে রাজা প্রায় ক্ষিপ্তের ন্যায় ক্রোধান্ধ হক্টলেন তাহাতে মহাভয়ঙ্কর জুকুটি করিয়া তিনি অগ্নিকুণ্ড চলনাপেক্ষ সপ্তম্ভণ অধিক তপ্ত করিতে অাজ্ঞা দিলেন । 邨》 তাহাতে রাজার এৰণ সমাগত সন্থান্ত লোকের সাক্ষাতে অগ্নিকুণ্ড প্রস্তুত করা গেল বোধ হয় সে পাথর কিম্বা ইষ্টকময় প্রাচীর থেরিত অথচ ছাত বিহীন কোন এক প্রশস্ত স্থান আর “সে ইন্ধন কি না জ্বলনীয় কাষ্ঠ পূরিতও হইল পূরণ করিলে পর আমি লাগান গেল তাহাতে অগ্নিশিখা সৰ্ব্বত্র দেখা দিল এৰণ ধুমের রাশি স্তম্ভের ন্যায় আকাশ পানে উঠিল । জ্বলন্ত অগ্নি অতিতাপ পূৰ্ব্বক কুণ্ডের সবখানে ব্যাপ্ত হইলে পর সৈন্যগণের মধ্যে প্রবলতর কয়েক ব্যক্তি শাদাথ আদি তিন জনকে ধরিয়া বাধিয়া কুণ্ডের মধ্যে নিক্ষেপ করে রাজার এই আজ হুই।। আজ্ঞা পাইয় সেনালোক