পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

107 ঐ যুৱা ব্যক্তিদিগকে ধরিয়া বান্ধিয় উড়নী বস্ত্র ও অঙ্গরাথ। ও মস্তকাবরণী সূদ্ধ আমি কুণ্ডের মধ্যে ফেলিয়। দিতে ত্বরায় গেল যেহেতুকু রাজা অতি ক্রোধাম্বিত হই য়াছিলেন। তাহাতে আমি শিখ বায়ুদ্বারা নিকটাগত লোকদের গানে চালিত হইবাতে রাজার নিযুক্ত ব্যক্তির। কুণ্ডের ধারে আগত হইব মাত্রে অগ্নিদ্বারা জড়িত হইয়। তৎক্ষণাৎ প্রাণে নষ্ট হইল কিন্তু তিন জন য়হুদিরা বদ্ধাঙ্গ হইয়। আমনি কুণ্ডের মধ্যে পড়িয়া রহিল। ক্ষণকালান্তরে নবুখদনৰ্জ্জর অতি বিস্ময়াপন্ন হইয়। ত্বরায় গাত্ৰোথান করিয়া রাজাসন ত্যাগ পৰ্ব্বক রাজমন্ত্রিগণকে জিজ্ঞাসিলেন আমরা কি তিন জনকে বাধিয়। অগ্নির মধ্যে প্রক্ষেপ করি নাই ? মন্ত্রির উত্তর দিলেন মহারাজ আপনি যাহা কহিয়াছেন সে সত্য বটে তাহাতে রাজা কহিলেন দেখ আমির মধ্যে চারি জন। চলিতেছে এব^ কাহারে কিছু ক্ষতি হয় নাই তাহা স্লষ্ট দেখিতেছি আর চতুর্থ ব্যক্তির আকৃতি স্বৰ্গীয় দূতের মত আকৃতি দেখায়। তখন রাজা আরবার কুণ্ডের পানে দৃষ্টিপাত করিলেন তাহাতে দেখ তিন জনে আমির মধ্যেও ইতস্ততঃ ভুমিতেছে এব• অগ্নিশিখা শিশ দিয়া ফটফট করিয়া উহাদের শরীরকে বেষ্টন করে কিন্তু উহাদের কিছুই মাত্র ক্ষতি করিতে অক্ষম হইয়াছে আর তিন জন উজ্জ্বল বিশিষ্ট ও তেজম্বী এক জন ঈশ্বরীয় দূতের সাশ্বনাতে শান্ত হইয় তাহার সঙ্গে আলাপ করিড়েছে। ইহা দেখিয়া রাজা এবার আপন অঞ্জ