পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

115 মানস করিল কিন্তু সে যাহা হউক উহাদের তিন জনের পুতি দ্বেষাভিপ্রায় কি প্রকারে খণ্ডিত হইল তাহা লেখা গিয়াছে । শেষ কথা এই বুলি শাদ্রাথ আদি তিন জনে দানিএল মুনির সদাচার ও বিদ্যাভ্যাস ও সুস্বভাব দেখিয়া এবণ তৎকর্তৃক সুশিক্ষিত হইয়া ধৰ্ম্মনিষ্ঠ প্রযুক্ত রাজাজ্ঞাতে অস্বীকার করিতেও ভয় পাইল না এ সম্ভৰে শান্ত্ৰেতে যেমন লেখেন “ সৎপুরুষের স^সগেতে থাকে যে জন সেও সৎপুরুষ হইয়া উঠিৰে ”। ৩ অধ্যায়। তুর নগরের উচ্ছেদ বৃত্তান্ত। * আশিয়ার পশ্চিমে স্থিত ফেনিকিয় দেশের তুর নামে অতি বড় অথচ ঐশ্বৰ্য্যশালী এক নগর ছিল সে এ অবধি নবুখদনৰ্জ্জরের অধীন হয় নাই আর ফেনিকিয়া দেশ যে সে অস্সূরিয়া দেশের উত্তর দিগ্রস্থিত এৰণ সমুদ্রের তীরস্থ অপ্রশস্ত পৃথিও ছিল কিন্তু জগতের সৰ্ব্বনগরাপেক্ষ ও ভুর নগরেতে অধিক বাণিজ্যাদি কৰ্ম্ম করা যাইত আশিয়। ইউরোপ আফুিকা তিন মহাদ্বীপের সৰ্ব্ব স্থানেতে তুরীয় লোৰু বাণিজ্য ব্যাপার করিতে ২ অতিশয় বন্ধিষ্ণু এব• পরাক্রান্ত হইয়া উটিয়াছিল। জুর নগর এক বিশেষ প্রায়দ্বীপ্লেতে,স্থিত আর তাহার এক দিগের সরু পথ ব্যতিরেকে সে সমুদ্ৰৱেষ্টিত ছিল