পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

131 চারিদিগে চারি গলি থাকিল আর এক ২ দিগের প্রাচীর মধ্যে পিত্তলনিৰ্ম্মিত পচিশ দ্বার পরল্পর সমদূর হইয় থাকিল এৰণ এক ২ দিগের পচিশ দ্বার থাকিয়। পঁচিশ পথ সোজাসোজি হইয়া নগরের মধ্যে দিয়া মধ্যস্থলে মিলিল তাহাতে নগরের সাড়ে সাত ক্রোশ লম্বা ও এক শত পঞ্চাশ পাদ চৌড়া পঞ্চাশ গলি হষ্ট ল যেহেতুক পৰ্ব্বদিগের পচিশ পথ সম্মুখবৰ্ত্তি পশ্চিমদিগের পচিশ পথের সঙ্গে মিলিল এব^ উত্তরদিগের তৎসস্থ্যক পথ সমুখৰৰ্বি দক্ষিণদিগের পঁচিশ পথের সঙ্গে মিলিলতাহাতে পথের ঐরুপ পরল্পর কাটাকাটি হক্টৰাতে নগরের ছয় শত মটসপ্ততি চক বা চতুষ্কোণাকৃতি বিভাগ হইল তার প্রতি বিভাগের এক ক্রোশ পরিমাণ পরিধি এৰe\ এক ২ চকের চারিদিগে সুন্দর রূপে নিৰ্ম্মিত গৃহ শুেদী থাকিল এব° পুতি গৃহ দ্বয়ের মধ্যে কিঞ্চিৎ অন্তরস্থল থাকিল আর গৃহ সকল কেবল তিন চারি তালার গৃহ এবণ পথের সমুখদিগে সে অতি সুন্দর রূপে গাথিত আর এক ২ চকের মধ্যস্থানে এব^ প্রতি গৃহদ্বয়ের অন্তর স্থলে কেবল উঠান ও উপবন মাত্র দেখা হষ্টল তাহাতে নগরের সন্ত্ৰস্থানে বায়ুর গতিরোধ ন হইবাতে এমন झैंख्न বশিষ্ট দেশে ও নিৰালির সুস্থ হইয়া স্বচ্ছদে কালযাপন করত। আমেরিকা দেশেতে ফিলাদেল্লিয়। নাম ঐ ৰূপ গ্রস্থিত এক সুন্দর নগর অাছে, কিন্তু সে তাহ হষ্টতে সূক্ষুদ্রতর বটে যেহেতুক সে নগরের গৃহ সকল ঘনঘন হক্টয় অাছে এব০ তদ্বৎ চল্লিশ