পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

9 রাজা সকল দাউদ রাজার বe\শোদ্ভব হইয়া উঠিলেন। ইহাদের মধ্যে কেহ ২ পাপিষ্ঠ হইয়া উপবনের মধ্যে যজ্ঞ বেদি রচনা ও মিথ্য দেবমূৰ্ত্তি স্থাপন করণ পূৰ্ব্বক পুত্ৰলাপজা অনুষ্ঠান কুরিল কেহ ২ বু সাধু ব্যক্তি ও উত্তম রাজা"হইয়। মুসা দ্বারা দত্ত ব্যবস্থানুসারে রাজ্যশাসন করিতেন এব৯ মিথ্য দেবতার মূৰ্ত্তি ও যজ্ঞবেদি উচ্ছিন্ন করিয়া প্রজা লোককে সত্য পরমেশ্বরের সেবাতে পুনরাসক্ত করিলেন। কিন্তু ইসরাএল দেশের ক্রমাগত রাজা সকল পাপিষ্ঠ হইল এক জনও সাধু লোক হইল ন। উহাদের মধ্যে য়িক্কৰোয়ম নামক রাজা প্রজাগণ ঈশ্বরের আরাধনার্থে য়িত্নশালম নগরে'না যায় ইহাতে চেষ্টিত হইল যেহেতুক যাইতে দিলে লোকেরা সেখানকণর মন্দিরে ব্যবহৃত উপাসনাদিতে সন্তুষ্ট হইয়া এব^ যুদ। দেশের রাজা ও যাজকগণ ও সামান্য লোক সমুদায়ের প্রতি মায়ানিবিষ্ট হইয়া আরবার ঐ দেশের সঙ্গে সণযোগ পূর্বক দাউদের ব৯শোম্ভৰ এক জন রাজার বশাধীন হইতে সম্মত হয় এই ভয়ে ভীত হইল। অতৃএব স্বর্ণের বৃষবদাকৃতি মূৰ্ত্তিদ্বয় রচনা করাইয়। ইহার এক মূৰ্ত্তিকে স্বরাজ্যের পশ্চিমে বীথেল নগরে এব৯ দ্বিতীয় মূৰ্ত্তিকে উত্তরদিকের দান নগরে স্থাপিত করিল। পরে ঐ মূৰ্ত্তির উপাসনার্থে লোকে প্রতিৰৎসর তিন স্নার আহসে এ মানসে পৰ্ব্বাহকালত্রয়ের নিয়ম করিল ইহাতে পশ্বারাধৰু মিসর দেশীয়দের অনুষ্ঠিত মতানুসারী হইল। ঐ রিরুৰোয়ম সিথম নগরে বাস করিত যেহেতুক তৎকালে