পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

135 এৰণ আর ২ সপ্ত গড় ক্রমশঃ ক্ষুদ্রতর হইয়া উঠিল অষ্ট গড় সৰ্ব্বস্তদ্ধ ছয় শত পাদ পরিমাণ উচ্চ অ্যার উদ্ধৃগমনার্থে গড়ের বহিদিগে পেচাকৃতি করিয়া গ্ৰন্থিত এক সোপান পথ করা গেল এব• গড়ের সৰ্ব্বোপরিস্থ এক আকাশ গৃহ ছিল। জ্যোতির্বেত্তা কি না যাজক গণ সে গৃহে থাকিয়া গ্ৰহ নক্ষত্রাদি দর্শন করত সূৰ্য্য চন্দ্রাদির গতি বিশেষ নির্ণয় করিত তাহাতে থলীয়ের জগৎ সৃষ্টির পর অতিঅল্প কালের মধ্যে আরং দেশীয় লোকাপেক্ষ তারা গ্ৰহাদি বিষয়ে অতিশয় ব্যুৎপত্তি পাইয়া জ্যোতিবিদ্যায় সূপুণ্ডিত হইয়। উঠিয়াছিল আর ঐ গড় নিৰ্ম্মাণ করণ কালের পর পঞ্চদশ বৎসরাবধি তাহার। নক্ষত্রাদি ঐ রূপ দর্শন দ্বারা যাহা ২ নির্ণয় করিয়া লিথিয়াছিল তাহা সমস্ত বৰ্ত্তমান কালে ও পুস্তকেতে পড়া যায়। - মন্দিরেতে স্তম্ভ বিশিষ্ট অনেকানেক থিলান ঘর থাকিল আর সেই ২ ঘরের সপায় মঞ্চ ও ধূপাধার ও পানপাত্র ইত্যাদি যে সামগ্ৰী সকল সে প্রায় স্বর্ণময় আর থাটি সুবর্ণের বৃহদাকৃতিপকয় দেবমূৰ্ত্তি ও সেখানে ছিল ইহার মধ্যে অতি বড় এক বিশেষ মূৰ্ত্তি পাওয়া গেল বোধ হয় নবুখদনজর যে মূৰ্ত্তিকে দূর মাঠের মধ্যস্থলে স্থাপিত করিলেন সে এই। আর ইনি য়িকুশালম নগরস্থ মহা মন্দিরের যে যজ্ঞ পাত্রাদি অপহরণ করিয়াছিলেন তাহা সকলও ঐ গড়ের কোন ঘরে রাখা গেল অনুমানে ঐ মন্দিরে- সৰ্ব্বশুদ্ধ প্রায় দুইশত নিযুত অর্থাৎ ৰিশ ক্রের টাকার স্বর্ণ রাশি ছিল। মন্দিরের চতুৰ্দি