পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| 4 | ইউফুট নদীর উৎপত্তি স্থান অমানিয়া দেশ আছেন সে দেশের পবতোপরি যে হিমরাশি থাকে সে প্রতিবৎসরে গ্রীষ্মকালে গলিত হয় তাহাতে জলের অতি বৃদ্ধি প্রযুক্ত ঐ নদী ছাপিয়া উটয় দুই পারে স্থিত ভূমিতে বন্য হইয়া বাড়ে অতএব নবুখদনজর ঐৰূপ বার্ষিক জলপ্লাবন নিবারণার্থে নগর হইতে কিঞ্চিৎ দূরে ইউফুট নদী থাকিয়া তাগ্রিস নদী পর্যন্ত ভূমির মাটী থনন দ্বারা নালাদ্বয় প্রস্তুত করিতে আজ্ঞা দিলেন তাহাতে ইউফুট নদীর জল সমস্ত দ্বিভাগ হইবাতে তাছার এক ভাগ তাগ্রিস নদী দিয়া বহিয়া গেল। তম্ভিন্ন নগর মধ্যে ও নদীর উভয় তীরে সুমোট এব^ উচ্চ প্রাচীর থান নিৰ্ম্মাণ করাইলেন আর নদীকুলগামী যে পথ সকল তাহার প্রতিমুখে স্থিত পিত্তলময় কপাট বিশিষ্ট স্বার থান ছিল আর এক ২ দ্বারের অগ্রস্থলে এক বাধা ঘাট নিৰ্ম্মাণ করা গেল এব• ঘাটে ২ অনেক খেয়া নৌকা রহিতেছিল তাহাতে যাহারা দূরত্ব প্রযুক্ত মধ্যস্থিত সাকো দিয়া নদী পার হইতে ইচ্ছক নহিল তাহার। অনায়ালে নৌকাপথে পার হইতে পারিল। ঐ প্রাচীর গ্রন্থনকালে কৰ্ম্মকারির স্রোতঃপ্রযুক্ত তলাবধি গাথিতে ন পারাতে রাজা নগরের পশ্চিমদিগের কিঞ্চিৎ দূরে অতি বৃহৎ এক থান জলাশয় খনন করিতে অাজ্ঞা দিলেন এব৪ নদীর সমস্ত জল ঐ জলাশয়েতে বহিয়া যায় এ অভিপ্রায়ে নদ্যবধি জলাশয় পর্যন্ত এক থানান্নাল ও করাইলেন তাহাতে নদীর পথ শুস্ক হওয়াতে প্রাচীরকে অনায়াসে