পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

175 আর নগরের গৃহ সকল অনেকানেক সুদুন্দর বৃক্ষ দ্বারা স্বেরিত হইয়া তত্তহু পত্রসমূহে আচ্ছাদিত ছিল সে সকল বৃক্ষের পত্র ফুল সমস্ত এই উত্তরদিগের দেশজ তরুর পত্রপুঞ্জগাপেক্ষ অধিক সুন্দর এব- বহল হয় ইহার মধ্যে যে এক বিশেষ জাতীয় তাল বৃক্ষ সে কখন ২ এক শত পাদ পরিমাণ উচ্চ হইয়া বাড়ে আর তজ্জনিত যে খজুর ফল ও তন্নিঃসৃত রসময় যে এক বিশেষ মদ্যই হয় তাহ। উভয়কে উত্তম বলিয়া বাবুলনীয়ের ভোজন পান করিত। কেহ ঐ উদ্যানে থাকিলে সে তৎতলস্থলে স্থিত যে নৰনিৰ্ম্মিত প্রাসাদগৃহ কিন রাজবাড়ী তাহার প্রস্তরময় শাণবিশিষ্ট আঙ্গন সমস্ত ও স্তম্ভযুক্ত খিলান দ্বারও দিব্য বারণগুণ কি ন চাদনী পথ সকলকে দেখিতে পাইত আর নদীর ওপারে যে পুরাতন প্রাসাদ গৃহ ছিল এব^কিঞ্চিৎ দূরস্থিত ছয় শত পদ পরিমাণ উচ্চ যে ৰেল দেবতার মন্দির ছিল এ উড়য়েরি দেখা ও পাটত আর ঐ মন্দিরেতে এৰ^ তচ্চত্তদিগের উঠান ও গৃহসমূহে যাজকগণ ও পণ্ডিত লোক ভিড় হুইয়া দেবমুর্ভির পূজা ও যাগাদি কিম্বা বিদ্যাধ্যয়ন করিত আর নগরের মধ্য দিয়া ৰহে যে ইউফুট নদী তত্তীর স্থিত গৃহপ্রাচীর ও দুর্গ ও পিত্তলময় দ্বারের কপাটাদির যে ছায়া সমস্ত কুঁচিবৎ স্বচ্ছ এবণ সুস্থির জলের গায়ে লাগিয়া প্রতিবিম্ব হইয় পড়িল তাহ ও উদ্ধ হইতে সুন্দর রূপে দর্শিল। আর বুৰি সোতের উপরে বহু ২ ছোট বড় নানা প্রকার নৌকা তৎকালে ভাসমান হইতেছিল সে নৌক সকল গোলাকৃতি