পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/১৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

183 উৎক্রোশ পক্ষির পাথুরি ন্যায় সুমোট হইয়া উঠিল আর নর্থ সকল পক্ষির নখ সমভূল্য হইয়। বাড়িল তাহাতে তিনি আর মনুষ্যাকার না হইয় প্রায় পশুৰদণকৃতি হইলেন। হায় ২ পূৰ্ব্বে যিনি সৰ্ব্বাপেক্ষ পরাক্রান্ত মহারাজ এব• সুপণ্ডিত ও সুবুদ্ধিমান ও সভ্য ও সদসদ্বিবেচক ছিলেন তিনি তখন কেমন ঘৃণ্যাবস্থ ও দুর্দশাপন্ন হইলেন। সুতরাং শাস্ত্রেতেই যে কথা লেখেন যথ। “ অহঙ্কার সৰ্ব্বনাশের অগ্ৰৱৰ্ত্তী এব• দপিত মন নিপাতের পূৰ্ব্বগামীই হয়” সে কথা সত্য বটে। . অতএব রাজা নবুখদনজুরের ঐ ৰূপ উন্মাদ রোগ ঘটিবাতে মন্ত্রিগণ অতি ভাবনাযুক্ত অবশ্য হইলেন । কিন্তু তৎকালে দানিএল মুনি উহাদের এক জন ছিলেন আর ইনি রাজার বৃহৎ বৃক্ষস্বরূপ স্বপ্নদর্শনের অর্থ ভালরূপে বুঝিয় রাজা সাত বৎসরের পর পুনরায় প্রাপ্তবৃদ্ধি হইবেন তাহাই জানাইলেন অতএব রাজার উন্মত্তাবস্থাকালে রাজ্যের প্রধান রাঁজকৰ্ম্মকারির একমন হইয়া রাজ্যশাসনার্থে কোন বিশেষ ব্যক্তিকে নিযুক্ত করেন এমন পরামর্শ দিলেন আর নিযুক্ত ব্যক্তিকে রাজপ্রতি নিধি এ উপাধি দিবার রীতি আছে তাহাতে এবিলমেরোদাথ নাম প্রথমজাত রাজকুমার রাজপ্রতিনিধি পদে নিযুক্ত হইলেন।