পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/১৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

185 ১১ অধ্যায়। রাজা নরখানজরের আজ্ঞামতে ঈশ্বরবিষয়ক ঘোষণা। তাহার লোক স্তরগমন । ক্রমাগত তাহার পরগামি রাজাদের ਗ੍ਰੰਥ কালে বাবুলনিয়ার যেরূপ দশা তদ্ভূত্তান্ত । কিন্তু পূৰ্ব্বোক্তমত বুদ্ধিলোপ হওন কালাবধি সাত বৎসর মাত্র হইল রাজা নবুখদনৰ্জ্জর পুনরায় বুদ্ধিপ্রাপ্ত হক্টলেন সে এ প্রকার ঘটিল । তিনি এত কাল গরুবলদ"দির সহিত মিলিত হষ্টয়া চরিয়া একদিন তাহাদেরি ন্যায় ভূমিপতিত হইয়া রোমন্থন করিতে ছিলেন। তাহাতে তিঁনি হঠাৎ গাত্রোথান করিয়া আকাশপানে দৃষ্টিপাত করিলেন পরে পৃথিবীর তাবৎ বস্তুকে কিছুকাল তাকিয়; রহিলেন শেষে তিনি দৈবযোগে পুনৰ্ব্বার বুদ্ধিমন্ত প্রাণীর তুল্য হইয়া মনুষ্যের ন্যায় মানস জ্ঞান চেতনাদি একেবারে প্রাপ্ত হক্টলেন । ইহ। মন্ত্রি গণের জ্ঞাতসার হইলে পর তিনি আরবার রাজাসনে, স্থাপিত হইয়া তৎকালাবধি সত্য ঈশ্বরের আরাধনা করিতে উদ্যত হইলেন কিন্তু তাহারি আপন উক্ত কথা লিথিয়৷ ইয়ার বিশেষ জানাইয় দি। যেহেতুক পুনৰ্ব্বার রাজ্যভোগ হইলে পর অল্প দিন গত মাত্রে তিনি বহু দেশে ব্যাপ্ত আপন রাজ্যের লোক সমুদায়কে ঘোষণাদ্ধার রাজাজ্ঞ ব্যক্ত করাইয়া আপনার পক্ষে যে ই অদ্ভুত ঘটনা হইয়াছিল তাহ। সকল জানাইলেন । প্রচারিত বিষয়ের মধ্যে এরুপ কথা লেখা গেল। ষষ্ঠ “ পৃথিবীতে যে সকল ভিন্নং দেশীয় ও নানা ভাষাভাষি লোক আছে তাহাদের প্রতি