পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/১৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

187 রাঙ্গা নমুখদনৰ্জ্জর এ আজ্ঞা দিতেছেন ফলতঃ তোমা সকলের সুশান্তি হউক পরমেশ্বর আমার পক্ষে অতি অলৌকিক ও বড় আশ্চর্য্য কৰ্ম্ম করত যে ৰূপ ব্যবহার করিয়াছেন তাহ তোমাদিগকে জানাইতে স্থির করিলাম তাহার কৃত অভূত কৰ্ম্ম কেমন চমৎকার আর তিনি যে আশ্চর্য ক্রিয় করিয়াছেন সে কত বড় ! তাহার রাজত্ব অশেষ রাজত্ব বটে এবণ তাহারি কর্তৃত্ব সৰ্ব্বপুরুষানুক্রমে চিরস্থায়ী হন ” ঐ রূপ প্রস্তাবারম্ভ পর রাজা আপনি যে স্বপ্নদর্শন দেথিয়াছিলেন ও দানিএল তদশনের যে রূপ অর্থ ব্যাখ্যা করিয়াছিলেন এব০ ঈশ্বর রাজার দপদোষের কিরূপ শক্ত শান্তি দিয়াছিলেনু তাহ। সকলের বৃত্তান্ত স্লষ্টে লিথিয় দিলেন রাজাজ্ঞার শেষ কথা এই যথা “ নিয়মিত কালান্তে আমি নর্মুখদনজ্জর আকাশপানে চক্ষু দিয়া তাকিয়া রহিলাম তাহtতে হঠাৎ আমার• পুনরায় বুদ্ধিপ্রাপ্তি হইবাতে আমি পরমেশ্বরের ধন্যবাদ করত নিত্যজীবী এব০ অশেষ রাজত্ববিশিষ্ট ও সদ্বপুরুষানুক্রমে স্থায়ি কর্তৃত্বযুক্ত যিনি তাহাকেই স্তবস্তুতি করিয়া আদর করিলাম যেহেজুক তিনি এ. পৃথিবীর তাবৎ লোককেই অবন্তস্বরূপ বোধ করেন আর তিনি আপন স্বেচ্ছামতে স্বৰ্গলোক ভূলোক উভয় লোকের মধ্যেই ব্যবহার করেন এব• কেহই তাহার হস্তনিবারণ করিতে কিম্বা তাহাকে তুমি কি কাৰ্য্য করিতেছ এ কথা কহিতে নিতান্তই পারে না আর সে সময়েই আমার বুদ্ধির পুনরুদয় হইল এব^ আপন