পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/১৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

193 কিন্তু মহারাজ রাজা নবুথ নজর উন্মাদরোগোপশম পর কেবল দ্বাদশ মাস জীবৎ থাকিয়া রাজ্যাভিষেক পর তেতাল্লিশা কিম্বা চৌয়াল্লিশ বৎসরের মধ্যেই পঞ্চভূপ্রাপ্ত হইৰাতে তাহার স্বপুত্ৰ এবিলমেরোদথ তৎপরিবর্তে রাজাসনে উপবিষ্ট হইলেন। কিছু কালান্তরে তিনি পূর্ক্সে বন্ধনালয়ে থাকিতেই যে যুদ্ধাদেশীয় রাজার সঙ্গে আলাপ ৰতঃ আত্মীয়তা করিয়াছিলেন তাহার প্রতি আতিশয় স্নেহ প্রকাশ করিতে লাগিলেন। তাহাতে তাহাকে বন্ধনশালায় মুক্ত করিয়া দিয়া তিনি আপনার একান্ন ভোজনার্থেই তাঁহাকে প্রতিদিন নিমন্ত্ৰণ করিলেন আর যদ্যপিও অনেক রাজা স্বপিত। নবুর্থদনজরু কর্তৃক পরাস্ত হইয় তাহার স্বদেশে পুনরাগমন সময়ে বাৰুলনেতে আনীত হইয়। তৎকালে ও সেখানে ছিলেন তত্ৰাপি উহাদের মধ্যে তিনি এক য়িহোয়াথিন রাজার প্রতি অধিক অনুগ্রহ প্রকাশিয়া প্রেমাদারাদি করিতে ছিলেন কিন্তু য়িহোয়াঞ্জিন ইহার পর কত দিন বাচিয়। থাকিলেন ইহা নিশ্চয়•জানু মায় না । ঐ এৰিলমেরোদাথ সুদুষ্ট রাজা ছিলেন অতএব তিনি কেবল দুই বৎসর কাল মাত্র রাজত্ব করিলেই নেরিগ্নিসুার নাম তাহার এক জন ভগিনীপতি তাহাকে হত্য। করিয়া তৎপরিবর্তে রাজসি°\হাসনে উপৰিষ্ট হইলেন। তৎকালীন মেদিয়া ও ফারস এ দুই দেশনিবালিরা অতি বর্ধিষ্ণু পরাক্রমী ছিল..আর তাহার কোন কারণে এৰিলমেয়োদাথ রাজার ও প্রতি বিরক্ত হইয়াছিল