পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/২০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

199 তত্তৗরস্থ শৃশন নামে খ্যাত এক প্রসিদ্ধ নগর ছিল সে বাবুলন নগর হইতে এক শত ছাব্বিশ ক্রোশ দূরস্থ কোন সমুয় দানিএল মুনি কোন রাজকৰ্ম্মানুরোধে সে নগরেতে প্রেরিত হইলেন উক্ত প্রদেশ যদ্যপিও কিছুকাল পরে ফারস দেশের মধ্যেই গণিত হয় তথাপি সে তৎকালে বাবুলনীয় রাজ্যের অন্তর্গত ছিল তাহাতে দানিএল ঐ প্রদেশের অথ্যক্ষ ছিলেন কি ন? ইহার নিশ্চয় নাই কিন্তু ইনি শূশন নগরেতে বাস করত সেধীনে এক দিব্য অথচ সুবড় অট্টালিকা নিৰ্ম্মাণ করাষ্টলেন এমন ইতিহাস আছে। অতএব রাজা বেলশাল্লারের অধিকার কালের দ্বিতীয় বৎসরে দানিএল মুনি ঐ উলাই নদীতীরে বাস করত আরবারে দ্বিতীয় এক ভাবিদর্শন প্রাপ্ত হইলেন ফল ঈশ্বরীয় আত্মার শক্তিতে মুনির কোন প্রকারে ইন্দুিয়গোচর সমস্তে অমনোযোগ হইবাতে তাহার বিশেষ কোন ক্ষণস্থায়ি চিত্রধদর্শনেতে মনের সুযোগ হইল সে এ রূপ দুই শৃঙ্গবিশিষ্ট এৰু মেষ নদীর ধারে দাড়াইয় পূর্ব উত্তর দক্ষিণ এ তিন দিকে দুষণ করিতে ২ আর ২ যে কোন জন্তু তাহাকে প্রতিরোধ করিতে পারিল না কিন্তু অল্পকালের মধ্যে দুই চক্ষুর মধ্যস্থলে এক শৃঙ্গ আছে এমন এক অজ কিনা ছাগল পশ্চিম দিগ হইতে আসিয়৷ প্রায় ভূমিতে পা না লাগাইয়া অতি বেগেতে গমন করিয়া ঐ মেষকে দুষণ করে তাহাতে অজ মেষের শৃঙ্গদ্বয় ভাঙ্গিয় তাহাকে উল্টাইয়া দিয়া গাত্রে পা দিয়া দাৰিয়া পরাজিত করিল তাহাতে অজ ঐক্লপ শত্ৰুদমন করালে