পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/২০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:O1 পর অতি বলিষ্ঠ এব• সুপরাক্রান্ত হইল কিন্তু কিছু কালান্তে তাহার ঐ এক বৃহৎ শৃঙ্গ ভঙ্গু হইবাতে তৎপরিবর্ভে অল্পতর অণর চারি শৃঙ্গ বাহিরাইয়া উঠিল পরে চারি শৃঙ্গের কোন এক শৃঙ্গস্থলে সূক্ষুদ্র আর এক শৃঙ্গ বাহির হইল সেও ক্রমশ বাড়িয়া অতিবড় হইয়া উঠিয়া অবশেষে আকাশের তারাগণকে ঢুকিয় ফেলিল এব৯ ঈশ্বরের মন্দিরকে ভাঙ্গিয় ফেলিয়, তৎস্থিত যজ্ঞ বেদিতে প্রত্যহ বলিদান করার বিধান রহিত করিল। কিন্তু দানিএল মুনি পূৰ্ব্বোক্ত ভাৰিদৰ্শন পাইয়া ও আপনি তদৰ্থ বুঝিতে পারিলেন ন অতএব ইহার মৰ্ম্মাজ্ঞাত প্রযুক্ত ইনি মহাভাবনাযুক্ত হইয়া চিন্তিতে দেখ মনুষ্যাভাস এক মূৰ্ত্তি তাহার নিকটাগত হইল তাহাতে উলাই নদীর দুই পারের মধ্যস্থল হইতে আগত স্বর্গদূতের নাম করিয়া হে গাব্রিএল ভাবিদর্শনের অর্থ এ মানুষকে বুঝাইয়া দ্বেও এমন এক স্লষ্ট রব শুনা গেল। তাহাতে গাব্রিজল দানিএলের সন্নিকটে আসিতে ২ তিনি অতিশয় ভয় প্রযুক্ত উবুড় হইয়া পড়িলেন আর স্বর্গদূত কথা কহিবামাত্রে তিনি ঐ অদ্ভুত দর্শন এব৯ স্বৰ্গীয় ব্যক্তির সাক্ষাদর্শন প্রাপ্তিতেই মোহিতবৎ হইয়া ঘোর নিদ্বাগত হইলেন। পরে স্বর্গদূত তাহাকে স্লশ করিয়া গাত্রোথান করাইয়া ভাবি দর্শনের এ রূপ অর্থ বুঝাইয দিলেন ফলতঃ মেষ যে সে কিছুকাল বিলম্বে বাবুলনীয় রাজ্যনাশ করিবে যে ফারসি রাজ্য তদৰ্থৰোধক হয় আর মেষের দুই শৃঙ্গ দ্বারা কুরুস মহাবীর মেদিয়া ও ফারস এ যে উভয় দেশৰুে