পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/২১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

211 শুমাসী হইয়া আসিয়াছিলেন যেহেতুক তৎকালীন ফারসিক্ট প্রায় ঐ ৰূপ সুব্যবহারী মানুষ ছিল এ বিদিত কিন্তু পশ্চাতে তাহারা যুদ্ধে জয়ীভূত প্রযুক্ত নানাদেশের লুটিত ধনাদি বাহুল্য ভোগ করত অতিশয় দপিতমন ও ইন্দ্রিয়সুখাসক্ত হইয়া উঠিল। অতএব ঐ কুরস্ মেদীয়া ও ফারস উভয় দেশের মিলিত সৈন্য সমূহের প্রধান সেনাপতি পদে নিযুক্ত হইলেন তাহাতে তিনি কিয়ৎ বর্ষ কালাবধি বাবুলনকে বশ করিতে নানা উপায়চেষ্টা করিয়া আসিতেছিলেন শেষে তিনি সসৈন্য হইয়াৎনিকটাগমন পূৰ্ব্বক বাবুলনীয়দের সহায়তা করিত যে অন্য ২ দেশীয়ের তাহদের অনেককেই সুবুদ্ধিক্ৰমে স্বপক্ষে প্রবৃত্ত করিয়ারাথিলেন তৃৎপরে তিনি অৰ্ম্মেনিয়। দেশকে আক্রমণ করিয়া তন্নিবাসি দিগকে স্ববশে রাথিলেন আর আশিয়ার পশ্চিমে আছে যে লুদিয়া প্রদেশ তাহার ক্রেসুত্র নাম ভূপতিকে পরাস্তু করিলেন ঐ ক্রেসু বাঁবুলনিয়ার বেলশায়ুর নাম যে তৎকালীন রাজা তাহারি এক জন বন্ধু লোক হইয়া তাহার সহায়তা করিতে আলিয়াছিলেন । সৰ্ব্বশেষে তিনি আশিয়ারপশ্চিমে বাবুলন নগর ব্যতিরিক্ত । আর ং যে দেশ প্রদেশ অাছে তাহ। সকলেণ্ডজয়িভাবে অধিকারী হইলেন। ; অতএব বাবুলনীয়দের সহারি গণ সমুদায়কে এ ৰূপ পরাস্ত করিলে পর তিনি বহতর সৈন্য সহিত থলয় দেশে আইলেন যেহেতুক পূৰ্ব্ব দমিত দেশ সকলের যোঙ্কু