পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/২২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

221 পরিবেষ্টিত নগরকে আক্রমণ করিতে হয় ইহা জিজ্ঞাস। করিলেন তাহাতে সকলে একমন হইয়া কহিলে তিনি নগরের চত্ত্বদিকে এক বড় গড়খাই কল্লিতে অণজ্ঞা দিলেন আর বই ং তালাদি বৃক্ষচ্ছেদন করিয়া তৎকাষ্ঠ দ্বারা নগরের প্রাচীর অপেক্ষা ও উচ্চ অনেকানেক গড় নিৰ্ম্মাণ করাইলেন ইহাতে সৈন্যেরা সেই ২ গড়ে থাকিয় নগর মধ্যে অনায়াসে অস্ত্ৰক্ষেপ করিতে পারে এব^ বিশেষ যন্ত্রদ্বারা প্রাচীরকে ভাঙ্গিয় দিতে পারে এ যুক্তি ছিল। কিন্তু সে সকল উপায় নিসুল হইল একারণ নিবাসির যাবৎ অনাহারে ক্ষীণাঙ্গ হইয়া নগর সমপিয়া ৰশ্য না হয় তাবৎ পর্যন্ত নগরের তচ্চত্তদিগে বসিয়া থাকিতে হয় এই স্থির করিলেন কিন্তু সেও অতি দীর্ঘকালের কৰ্ম্ম হইত যেহেত্তক নগরনিবাসির রাণীর আজ্ঞাক্রমে বিশেক বর্ষাকালের ভক্ষ্যায়োজন করিয়াছিল এব০ প্রাচীরের ভিতর স্থলে ও যত শস্যক্ষেত্র এব^ গবাদি ভক্ষ্য পশু পাল ছিল তাহাদ্বারা বুঝি নিৰাসির আরো বিশ বৎসরের মধ্যে অনাহার পাইত না অতএব থলদায়ের শক্ত প্রাচীর এবণ দুর্গাদিতে সুরক্ষিত হইয়। ঐ সঞ্চিত খাদ্য বাহুল্য প্রযুক্ত নিঃশঙ্ক হওভ স্বচ্ছন্দে কালযাপন করিতেছিল কখন ২ ৰ অনেকে প্রাচীরোপরে দাড়াইয়া কুরুসের পক্ষে নানাবিধ পরিহাস করিতে,২ তাহার ঐক্লপ বহশ্রম অবশ্য বৃথা হইবে ইহা কহিয়া নিন্দ করে কিন্তু যুগল বর্ষকাল এরূপেতে বহিয়া গেলে পর গুনা গেল বাবুলনীয়ের