পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

21 ও সত্য ঈশ্বরের আজ্ঞা পালনে ও সেবা করণে স্থিরচিত্ত হয় ইহাতেই সচেষ্ট ও আশ্বাসদায়ী ছিলেন । কোন সময়ে অসদুরিয়ার মহারাজ সমথরিব অসঙ্খ্য সেন গণের সহিত রিরশালম নগরে শত্ৰু ভাবে আগত হইলে হজকীয়া বিদেশীয় রাজার সহিত সন্ধি করণ ত্যাগ পৰ্ব্বক কেবল মন্দিরে গিয়া ঈশ্বরের স্থানে উদ্ধার প্রার্থনা করিলেন তাহাতে ঈশ্বর বিনয় প্রার্থন শ্রত মাত্রে এক জন স্বৰ্গ দূতকে প্রেরণ করিয়া এক রাত্রির সময় মধ্যে অস্সুরিয়দের শিবিরেতে এক শত পঞ্চাশৗতি জন সেন লোককে প্রাণে নষ্ট করাষ্টলেন বোধ হয় দূতের নাম ধরিবাতে কোন মহামারী রোগ বুঝায়। কিন্তু হজকীয়ার পুত্র মনাস স্বপিতার পদচিহ্ন দিয়া চলিল না; বরণ আপনি দেবমূৰ্ত্তির উপাসনা করত প্রজাগণকেও ঈশ্বরের আজ্ঞা বিরুদ্ধে তদ্রুপ পাপ করিতে প্রবৃত্ত করিলেন ইহাতে তাহার রাজত্বকালে য়িহুদীয়ের। কৰ্ত্তব্য কৰ্ম্ম সৰ্ব্বতোভাৱে বিস্মৃত হইল এব^ মন্দিরে স্থাপিত ঈশ্বরের ব্যবস্থাদি শাস্ত্রের যে এক আদৃশ গ্রন্থ পৰ্ব্বাহ কালক্রমে সাধারণ লোক সমুদায়ের কর্ণ গোচরে পাঠ করণের রীতি হইয়াছিল সে ও হরিয়া গেল কিম্বাসে নষ্ট যেন না হয় এতদভিপ্রায়ে কাহারে দ্বারা গোপনে রাখা গেল যেহেতুক পশ্চাতে য়োসীয় রাজা উপযুক্ত উপাসনাদি বিধিমতে নিৰ্ব্বাহকরণার্থে যখন মন্দিরকে সারিয়া দিতে ছিলেন তখন তাহ পুনরায় প্লাওয়া গেল। ঐ য়োসীয়ার শাসকত্বকালের উন্নত্রি^শত্তম বৎসরে