পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

23 এক বিশেষ ঘটনা হইল। নাবোপলসুর নাম বাবুলনীয় রাজা নবুখদনৰ্জ্জর নাম আপন পুত্রকে মেদীয়ার রাজা কয়কৃসিরসের পৌত্রীর সঙ্গে ৰিবাহ দিলেন তাহাতে বাবুলন ও মেদীয় এ দুই দেশেরুরাজার পরল্পরের সৈন্য সমুদয় সংযুক্ত করিয়া প্রস্থান করিয়া নিনিব নাম অস্সুরিয়ার রাজধানীকে ছিন্ন ভিন্ন করিয়া দিলেন । এতৎকালাবধি অস্সূরিয়া দেশ বাবুলনীয় রাজার বশে থাকিল। য়োসীয় রাজার শেষকালে ফারোনেথো নামে খ্যাত ঔগুপ্ত দেশের রাজা তাহার সৈন্য দল হারাইয়া দিলেন তাহাতে যুদ দেশ ঔপ্তপ্ত দেশের এক প্রদেশ হইয়া রহিল পরে যুদ। দেশের রথোনীয় নাম রাজার রাজত্বকালে ঔগুপ্তের রাজা বাবুলনীয় রাজার সহিত যুদ্ধ করিতে গেলেন তখন নাবোনসুর আপনি বাৰ্দ্ধক্যক্রমে হুস্বৰল হষ্টয়া স্বসৈন্যের অধ্যক্ষত পদ ছাড়িয় নবুখদনজরকে তাহা ভার করিয়া দিলেন তাহাতে তিনি সসৈন্য হইয়। ঔগুপ্তীয় সৈন্য সমূহের সাক্ষাৎ করিতে প্রস্থান করিয়া তাহ পরাস্ত করিলেন পরে তিনি য়িরুশালম নর্ণরে গিয়া ভদ্বেষ্টন করণ পূর্বক তাবৎ যুদ। দেশকেও রুশ করিলেন তৎকালে য়িহোয়াকিম রাজা ছিলেন অতএব তাহাকে রাজ্যচুক্তি না করিয়া বাবুলনীয় রাজার অধীনতায় থHকয়। স্বরুণজ্য শাসন করিতে দিলেন। পরে মন্দিরের কোন সামগ্রী লুঠ করিয়া লইলেন এবsয়ুদার রাজব^শোম্ভব কএক জুন মুৰ ব্যক্তিকে সঙ্গে করিয়া স্বদেশে ফিরিয়া গেলেন তাহারা বাৰুলনস্থ রাজবাটীতে থাকি