পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/২৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

289 করাতে নিদোষি সকলে ক্ষতিবৰ্জ্জিত হয় সে ২ দেশের নিবাসিদের বিধাত ঈশ্বরের পুতি তন্মঙ্গল কারণে কৃতজ্ঞ হওয়া অতি উচিত। কিন্তু মুনির উক্তৰূপ উদ্ধার হওঁনেতে দারিয়ুস রাজার পরমার্থ বিষয়ে কিঞ্চিৎ জ্ঞানোদয় হইল তাহাতে তিনি নবুখদনৰ্জ্জুরের অনুকারী হইয়া রাজ্যের সাধারণ লোক প্রতি ব্যবহৃত মত মঙ্গলবাদ সম্বলিত এ ৰূপ বাক্য ঘোষণা করাইলেন যথা "দারিয়ুস রাজা পৃথিবীর সৰ্ব্বজাতীয় ও সৰ্ব্বভাষাভাষি তাবৎ লোকের প্রতি লিথিতেছেন তোমাদের উত্তরোত্তর মঙ্গলবৃদ্ধি হউক আমার আদেশ এই রাজ্যের সর্বস্থানের লোক সমুদয় দানিএলের নিত্য সেৰিত ঈশ্বরকে আদর ভক্তি করুক যেহেতুক তিনি জীবন্ত এৰণ নিত্যস্থায়ি ঈশ্বর বটেন এব• তাহার অনশ্বর রাজত্ব এৰ অশেষ পুভুত্বই আছে আর তিনি•উদ্ধারকত্ব এব• রক্ষাকারি ঈশ্বর - হয়েন তিনি মাত্র স্বর্গ ও পৃথিবীতে অদ্ভুত ক্রিয় এবণ আশ্চৰ্য্য কৰ্ম্ম দেখান এৰুA তিনি দানিএলকে সিNহ মুখেই মুক্ত করি যা দিয়াছেন " | অতএব তৎকালাবধি দানিএল মুনির পুতি রাজার এব৯ সাধারণ লোকের অতিশয় পুেম প্রকাশ হইৰাতে কেহই তাহার বিষয়ে কোন অপবাদ করিতে সাহস পাইল ন৷ আর তিনি সন্থমপদাদি পুনঃপুাপ্ত হইয়। আযু শেয় পৰ্যন্ত কেৱল কুশল মাত্ৰ ভূঞ্জন করত কাল কাটাইলেন এ জানা যায় । -